ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

থাকবে না যেদিন, আপসোস হবে সেদিন

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ২৫ মে ২০২২ ০২:০৩

অভিমান থাকলেও দেশের প্রতি কমতি নেই ভালোবাসার৷ ছবি সংগৃহীত অভিমান থাকলেও দেশের প্রতি কমতি নেই ভালোবাসার৷ ছবি সংগৃহীত

প্রকৃতির নিয়মে যেখানে পৃথিবী থেকে চলে যেতে হবে সেখানে ব্যাট বলের লড়াইয়েও বিদায় চিরন্তন সত্য৷ রানে না থাকলে পরিশ্রম করে ফিরে আসা যায় ছন্দে ৷ ইনজুরিতে পড়লেও লড়াই করা যায় দাপটের সাথেই৷ তবে একবার বিদায় বললে আর দেখা যায় না সবুজ গালিচায় সেই সংস্করণে৷

জাতীয় দলে মাশরাফি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বছর দুয়েক আগে, রিয়াদও অভিমানে স্মৃতির ঘরে গুছিয়ে রেখেছেন সাদা পোষাকের জার্সি, সিনিয়র হয়েও ছেটে ফেলা মানতে না পেরে সংক্ষিপ্ত ফরম্যাটকে অলিখিতভাবে বিদায় বলেছেন তামিম ইকবাল৷ বাকি আছেন সাকিব ও মুশফিকুর রহিম৷ দুজনকে নিয়েও সমালোচনার কমতি নেই ক্রিকেট পাড়াতে৷

বাংলাদেশ ক্রিকেটে মুশফিকুর রহিমের পরিচয় আলাদাভাবে দেওয়ার নেই কিছু৷ নিজের পরিচয় চির স্মরণীয় করতে আপ্রাণ চেষ্ঠার সাথে করেছেন পরিশ্রম৷ চলমান ঘরের মাঠে টানা সেঞ্চুরিতে সমালোচনাকে দূরে ঠেলে নিজের করে নিয়েছেন সকলের ভালোবাসা৷ অভিমানে সংবাদ সম্মেলনে যেটিই বলুক এই ব্যাটারের কাছে দেশ যে সবার আগে তা নিয়ে কোন সংশয় নেই৷

বাংলাদেশ ক্রিকেট যে ফরম্যাটে বেশি পিঁছিয়ে সে ফরম্যাটে সেরা মুশফিক৷ প্রথম বাংলাদেশী হিসেবে করেছেন পাঁচ হাজার রান৷ এছাড়াও একমাত্র দেশীয় ব্যাটার মুশির ঝুলিতে রয়েছে ১৫০+ রানের পাঁচটি ইনিংস৷ সাদা পোষাকে মুশফিক দূরন্ত, দলের বিপর্যয়ে লড়াকু সৈনিক৷

মিরপুর টেস্টে মুশফিক-লিটনের জুটিতে হয়েছে বিশ্ব রেকর্ড৷ সম্মান শ্রদ্ধা বিদ্যুৎ গতিতে ছুটে আসছে চারিপাশ থেকে৷ তবে গেল টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এই দুই উইকেট রক্ষক ব্যাটারকে বাদ দেওয়া হয় বিশ্রাম কান্ডে৷ স্বস্তির নিঃশেষ ফেলতেও যেন ভয় কাজ করতো মনের মাঝে৷ একজনকে আয়না কান্ডে ট্রল আরেকজনের জন্য ছিল ডিসকাউন্ট৷

লিটনের ক্যারিয়ারের অনেকটা বাকি থাকলেও খুব একটা বেশি নেই মুশফিকের৷ প্রকৃতি শূণ্যস্থান পছন্দ করে না৷ জায়গা ঠিকই পূরণ হবে৷ তবে দলের দুঃসময়ে কতটা হাল ধরতে পারবে সেটিই বড় বিষয়৷ তাই বলাই যেতে পারে মুশফিক থাকবে না যেদিন, সেদিন বড্ড বেশি আপসোস হবে৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....

বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!

শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

তাকে সময় দিন, যেন সে হারিয়ে না যায়

‘২০১৬ সালে রিজওয়ানের সাথে ক্রিকেট নিয়ে কাজ করেছিলাম। সেসময়ে যেহেতু তার বয়স কম ছিল, দু...