ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

সঙ্গীদের ভুলে অপরাধী মুমিনুল!

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ১৬ মে ২০২২ ০৪:৫২

মুমিনুল হক৷ ছবি সংগৃহীত মুমিনুল হক৷ ছবি সংগৃহীত

মশিউর রহমান শাওন: বাংলাদেশ টেস্ট দলের ম্যাচ চলাকালীন সবচেয়ে বড় ভুল কোনটি? এমন প্রশ্নে উত্তর আসবে বেশ কয়েকটি৷ যদিও ক্রিকেটে কোন ভুলের গুরুত্ব কম নয়৷ ম্যাচে দাপট বজায় রাখতে চাইলে যত কম ভুল করা যাবে ততই দলের জন্য লাভজনক৷ তবে সবকিছুকে ছাড়িয়ে বারবার আলোচনায় রিভিউ সিদ্ধান্ত৷

খুব বেশি দূরে না তাকিয়ে সর্বশেষ আফ্রিকা সিরিজে রিভিউ সিদ্ধান্তে সফলতার হার দেখলে হতাশ না হওয়ার উপায় নেই৷ মাদিবার রাষ্ট্রে লজ্জার রেকর্ড হলেও ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কাজে লাগাতে চেয়েছিল মুমিনুল বাহিনী৷ তবে কাজে লাগানো তো দূর, শিক্ষা যে খুব যত্নসহকারে নিতেই পারেনি তা আরেকবার প্রমাণ শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে৷

বাস্তবিক অর্থে টেস্ট ম্যাচের শুরুর চিত্র হয়, প্রথমে ব্যাটিং করা ব্যাটারদের বিপক্ষে দূর্দান্ত বল করছে প্রতিপক্ষ বোলাররা৷ ইনসুইং, আউট সুইংয়ের সংমিশ্রণে ব্যাটারদের বুকে কাপুনি ধরে দেওয়া অন্যতম কাজ দ্রুতগতির বোলারদের৷ তবে এই চিত্রের পুরো উল্টোটা হয় শরিফুল-খালেদদের বেলায়৷

ক্রিকেটে আরেকটি পরিচিত চিত্র আউটের আবেদনে আম্পায়ার একমত প্রকাশ না করলে অধিনায়ক দ্রুত ছুটে আসে উইকেট রক্ষক ও বোলারদের কাছে৷ টেস্ট ক্রিকেটের বেলাতেও ভিন্ন কিছু নয়৷ পরামর্শ নিয়ে সিদ্ধান্তের বিপরীতে আবেদন করেন অধিনায়ক৷ কারন টেস্ট ম্যাচে একটি রিভিউয়ের মূল্য কতটুকু তা বিপদের সময় বুঝতে পারা যায়৷

বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর ব্যাট হাতে যেমন ব্যর্থ মুমিনুল হক৷ তেমনি ব্যর্থ সিদ্ধান্তে সফল হওয়ার বেলাতে৷ রান করতে না পারার দোষ যতটা মুমিনুলের, সিদ্ধান্তের ক্ষেত্রে ততটাও নয়৷ গুরুত্বপূর্ণ দুই জায়গা অর্থ্যাৎ উইকেট রক্ষক ও বোলারদের কাছ থেকে যতটা সেরা পরামর্শ পাওয়া যাবে ততটাই সফল হওয়া যাবে৷ এটি শুধু এদেশের নেতার জন্য নয়৷ প্রতিটি নেতার জন্যই প্রযোজ্য৷

শ্রীলংকার বিপক্ষে ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে বলেছিলেন, রিভিউয়ে সফল হতে আমার সাপোর্ট প্রয়োজন৷ একদিন পরেই পেলেন না সাপোর্ট৷ তাই আরেকবার হলেন ব্যর্থ৷ সমালোচনা শুরু হলো সর্বত্র৷ তবে নিজে থেকে নয় বোলার শরিফুলের কথাতে বিশ্বাস করেই দেখেননি সফলতার মুখ৷ তাই বলা যায় সঙ্গীদের ভুলে অপরাধী মুমিনুল!

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....

বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!

শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

তাকে সময় দিন, যেন সে হারিয়ে না যায়

‘২০১৬ সালে রিজওয়ানের সাথে ক্রিকেট নিয়ে কাজ করেছিলাম। সেসময়ে যেহেতু তার বয়স কম ছিল, দু...