ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

মাঠের লড়াইয়ে ক্লান্ত পথিক!

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ১৪ মে ২০২২ ২০:০৮

বিরাট কোহলি৷ ছবি সংগৃহীত বিরাট কোহলি৷ ছবি সংগৃহীত

মশিউর রহমান শাওন:  বাইশ গজে ব্যাট-বলের লড়াইয়ের অপর নাম ক্রিকেট৷ এই খেলায় উত্থানে যতটা আনন্দ,খুশি ও প্রশংসার সংমিশ্রণ থাকে পতনে তার থেকেও বেশি থাকে বিষন্নতা, সমালোচনা৷ সবচেয়ে বেশি যেটি থাকে তা হলো আত্মচিৎকার৷ আকাশপানে তাকিয়ে বিধাতার কাছে প্রার্থনা ব্যতীত কিছুই করার থাকে না যখন তখন হয়তো বলে বিধাতা ফিরতে চাই আরেকবার ৷

ক্রিকেট মাঠে বড্ড পরিচিত মুখ ভারতীয় তারকা বিরাট কোহলি৷ দূরন্ত গতিতে ছুটে চলা সবুজ গালিচার পথিক আজ বড্ড ক্লান্ত,পরিশ্রান্ত৷ ব্যর্থতার থাবায় আটক হয়ে অসহায়ত্বে বহিঃপ্রকাশ মাঠেই পরিলক্ষিত৷ ক্যারিয়ারে খারাপ সময় আসতেই পারে তবে এতটা দুঃসময় আসবে তা কল্পনাতেও আসেনি কখনো৷

বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে সমালোচনা তীব্র থেকে তীব্রতর হলেও সামর্থ্য নিয়ে কটু কথা বলার উপায় নেই৷ ব্যাট হাতে সেই রাস্তা অনেক আগেই বন্ধ করে দিয়েছেন সাবলীলভাবেই ৷ যখন শতকের শতক করার স্বপ্নে বিভোর ছিল রাজা ও তার রাজ্যের শুভাকাঙ্খীরা তখনই ছন্নছাড়া রূপে শুরু বাকি দিনগুলো৷

কোহলির রান কিংবা শতকের পরিসংখ্যান অথবা সর্বশেষ শতক কতদিন পূর্বে করেছে এসব নিয়ে বিশ্লেষণ করা মোটেও যুক্তিযুক্ত হবে না৷ তবে তর্কের খাতিরে কেউ করলেও তা অপরাধ হবে না৷ কারন ব্যক্তিগত স্বাধীনতা সবারই আছে৷

ভারতীয় জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর যেটুকু ছন্দে ছিলেন তা মূলত মহেন্দ্র সিং ধোনীর কল্যাণে৷ তর্কের খাতিরে চায়ের আড্ডাতে গল্প জমলেও নেতৃত্বের কাজটুকু যে খুব বেশি করতে হতো না তা মেঘহীন আকাশের মতই পরিস্কার৷ ধোনীর ভারতীয় পোষাকে ৭ নং জার্সি গুছিয়ে রাখার পরই মূলত শুরু কোহলি রাজ্যের অধঃপতন৷ এরপর টানা ব্যর্থতায় যখন হারিয়েছেন অধিনায়কত্ব তারপরে আইপিএলে পরপর দুই ডাকে ক্যারিয়ারে লজ্জার রেকর্ড৷

টানা ব্যর্থতায় যখন দিশেহারা কোহলি তখন দায়িত্ব ছেড়েছিলেন আইপিএলের প্রিয় দলের৷ তবুও কিছুতেই হচ্ছে না কিছুই৷ পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিলেও ব্যাট হাতে বিজয়ের উৎযাপন চোখে পড়ে না আগের মত৷ কি কারনে তা হচ্ছে না তা বলার কোন প্রয়োজন হয়তো নেই তবুও কিছু বলা যেতেই পারে৷

একজন ভালো ছাত্র যখন ধারাবাহিকভাবে দূর্দান্ত রেজাল্ট করে তারপর যদি ভালো কিছু করতে না পারে তাহলে স্বাভাবিকভাবে প্রচন্ড হতাশা বিরাজ করে তার চারিপার্শ্বে৷ তেমনি কোহলি দীর্ঘসময় অসাধারণ খেলার পর হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেই চাপ সামলিয়ে নিজেকে প্রস্তুত করতে পারছে না মোটেও৷ এভাবে চলতে থাকলে দ্রুত বিশ্রামের নামে বাদ পড়তে পারে জাতীয় দল থেকেও৷ যেটি সাময়িক অপমান মনে হলেও ব্যাট-বলের লড়াইয়ে চিরন্তন বাস্তবতা৷

কোহলি আরও শক্তভাবে ফিরতে পারবে কিনা সেটা ভবিষ্যতেই বোঝা যাবে৷ তবে সে ফিরতে না পারলে ক্রিকেটপ্রেমী মানুষরা একজন নিঁখুত ব্যাটারের কাছে দারুণ কিছু মুহূর্ত্ব মিস করবে কা বর্তমানেই বলা যায়৷ দেশ ভিন্ন হলেও তাইতো প্রার্থনায় রাখে রিজওয়ান৷ সাথে আরও অসংখ্য ভক্ত৷

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....

বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!

শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

তাকে সময় দিন, যেন সে হারিয়ে না যায়

‘২০১৬ সালে রিজওয়ানের সাথে ক্রিকেট নিয়ে কাজ করেছিলাম। সেসময়ে যেহেতু তার বয়স কম ছিল, দু...