ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বড় হতে প্রয়োজন আরও বড় স্বপ্ন

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২ ০৫:৪৭

তিন ফরম্যাটে অধিনায়কের আস্থা শরিফুল ইসলাম। ফাইল ছবি। তিন ফরম্যাটে অধিনায়কের আস্থা শরিফুল ইসলাম। ফাইল ছবি।

পৃথিবীতে কতজন কতভাবে নায়ক থেকে মহানায়ক হয়ে ওঠেন তা কত জনেই জানে কিংবা খবর রাখে৷ তবে যারা জায়গা পায় খবরের পাতায় কিংবা যাদের খুজে নেয় স্বয়ং খবরের পাতা তারা তো মাঝেমধ্যেই হয়ে ওঠেন কিংবদন্তি৷ সবাই নায়ক হয়ে ওঠার গল্প শুনে বাহবা দিলেও অনেকেই জানেন না সেই নায়কের সংগ্রামী জীবনের গল্প৷

জীবনে চলার পথ মসৃণ হলে কতজনই কতভাবে খোঁজ নিবে তা বলার অপেক্ষা রাখেনা এই চাকিচিক্যের যুগে৷ তবে গ্রাম বাংলার কৃষক বাবার বেড়ে ওঠা সন্তানের স্বপ্ন যে খুব বেশি মানুষের আগ্রহে থাকে না সেটিও নির্মম বাস্তবতা৷

জীবন সহজ নয়, সহজ নয় জীবনের পথচলা৷ অভাবের সংসারে পরম শ্রদ্ধেয় বাবার শাসনের ভিড়েও বড় ভাইয়ের সহযোগিতায় নিজের স্বপ্নে বিশ্বজয় করা ছেলেটি এখন বিশ্বপরিমন্ডলে সুপরিচিত৷ সাথে আস্থার নাম বাংলাদেশ ক্রিকেটেও৷

বাংলাদেশ জাতীয় দলের পেসার শরিফুল ইসলামের বেড়ে ওঠা হিমালয়ের কন্যা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায়৷ ছোট্ট উপজেলার এক খন্ড গ্রামে ২০০১ সালে জন্ম এই আগ্রাসন মাস্টারের৷ যে মোস্তাফিজুরের সাথে জুটি বেঁধে বিশ্বক্রিকেটে ত্রাস সৃষ্টি করছেন শরিফুল৷ সেই ফিজের জাদুকারী বোলিং দেখে জাতীয় দলে খেলার স্বপ্ন বুকে লালন করেছিলেন এই বামহাতি বোলার৷

কথায় রয়েছে জীবন কল্পনার থেকেও সুন্দর৷ জাতীয় দলে খেলার স্বপ্ন দেখা ছেলেটি ঠিকমত খেতে পারতো না পুষ্টিকর খাবার৷ সারা বছর বরফে আবৃত মাউন্ট এভারেস্ট জয়ের গল্প যেমন করে ছড়িয়ে রয়েছে অলিতে গলিতে তেমনি শরিফুলের প্রতিকূলতা জয়ের কষ্টের গল্পও বিস্তৃত তার গ্রামে৷

চৈত্রের কাঠ ফাটা রোদ কিংবা ঘোর বর্ষায় মাঠে ময়দানে দাপড়ে বেড়ানো ছেলেটি আকস্মিক ভাবে জায়গা করে নেয় ঢাকার ক্রিকেটে৷ আকাশচুম্বী স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রবল ইচ্ছাশক্তিকে পূঁজি করে ঢাকা প্রিমিয়ার লীগে সুযোগ পেয়ে করেন বাজিমাত৷ সাফল্যের শুরুটাও সেখানে৷ এরপর মাদিবার রাষ্ট্রে যা করে দেশে ফিরেছিল তা অনন্য এককথায় অসাধারন মহাকাব্য৷

আরও পড়ুনঃ পারফর্ম না করলে চাপ আসবেই: মুমিনুল

গ্রাম থেকে উঠে এসে ম্যাচ খেলে অর্জিত টাকা রাখার ব্যাংক অ্যাকাউন্ট না থাকা ছেলেটি এখন কয়েক লক্ষ টাকার মালিক৷ সাথে ব্যাট বলের লড়াইয়ে কয়েক কোটি মানুষের মুখে হাসির কারন৷

জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে তিন সংস্করণেই রয়েছেন পঞ্চগড় এক্সপ্রেস৷ বল হাতে জাদু দেখিয়ে রঙ্গিন পোষাকে ২৯ ম্যাচে উইকেট সংখ্যা ৩৮৷ এর মধ্যে একদিনের ক্রিকেটে ১৩টি ও সংক্ষিপ্ত ফরম্যাটে ২৫টি৷ অপরদিকে ক্রিকেটের আল্টিমেট ফরম্যাটে ৩ ম্যাচে সংগ্রহ ৬ উইকেট৷

৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার শরিফুল এখন আস্থার নাম৷ তিন ফরম্যাটের তিন অধিনায়ক ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে খুঁজে নিচ্ছেন তাকে৷ নতুন ও পুরনো দুই বলেই সমানভাবে কার্যকরী সাথে ম্যাচের বিপদে উইকেট তুলে দলকে স্বস্তি এনে দিতে পটু এই বোলার৷

বর্তমান জাতীয় দলে থাকা পান্ডবরা সমৃদ্ধ করেছে নিজেদের ক্যারিয়ার৷ বাকি তরুণেরা চালিয়ে যাচ্ছে চেষ্ঠা, লক্ষ্য জাতীয় দলে থিতু হওয়ার৷ তবে একটি জায়গায় সবার থেকে ঢের এগিয়ে শরিফুল আর তা হলো বিশ্বজয়ের অনুভূতি৷ দলে থাকা একমাত্র খেলোয়াড় যার রয়েছে বৈশ্বিক আসরে ট্রফি উঁচিয়ে বিজয়ের উল্লাস করার সুখস্মৃতি৷ তাই স্বাভাবিকভাবেই লক্ষ্য ছোট কাঁধে পাহাড় সমান দায়িত্ব নিয়ে বড়দের মঞ্চেও নিজের করে নেওয়া একটি ট্রফি৷ লাল-সবুজের পতাকা জড়িয়ে আকবর- শামীমদের সাথে যেমন করে করেছিল উল্লাস ঠিক তেমনি করতে চান তামিম সাকিবদের সাথে৷

চলতি বছরে রয়েছে এশিয়া কাপ ও সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক আসর৷ বাংলাদেশ দল এখন বড্ড পরিণত৷ পরিণত দলের মৌলিক সদস্য শরিফুল৷ পুরো দলের মত নিশ্চই শ্রেষ্ঠ হওয়াতে পাখির চোখ রয়েছে তার নিজেরও৷

ক্রিকেটারদের ক্যারিয়ারে সবচেয়ে বড় বাধা ইনজুরি৷ আবার বাঁধার সহযোগি অফ ফর্ম৷ পেসারদের বেলাতে ইনজুরি আরও গুরুতর৷ তাই ভবিষ্যত এই তারকাকে নিয়ে প্রয়োজন নির্দিষ্ট পরিকল্পনা সাথে খারাপ সময়ে পূর্ণ সহযোগিতা৷ তাহলেই শরিফুল করতে পারবে আরেকবার বিশ্বজয়৷ উল্লেসিত হবে পুরো বাংলা৷

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....

বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!

শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

তাকে সময় দিন, যেন সে হারিয়ে না যায়

‘২০১৬ সালে রিজওয়ানের সাথে ক্রিকেট নিয়ে কাজ করেছিলাম। সেসময়ে যেহেতু তার বয়স কম ছিল, দু...