ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বাবর-রিজওয়ান জুটিতে পাকিস্তানের স্বপ্ন চওড়া

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ২৩ মার্চ ২০২২ ২০:৪১

ছবিঃ ফাইল ফটো ছবিঃ ফাইল ফটো

নিউজ ডেস্কঃ পাকিস্তান ক্রিকেটে বর্তমান সময়ে যে কয়েকজন খেলোয়াড় রয়েছে তাদের মধ্যে অন্যতম কাপ্তান বাবর ও উইকেটকিপার ব্যাটার রিজওয়ান৷ এই জুটিকে কেন্দ্র করে পাকিস্তানের স্বপ্ন সময়ের পরিক্রমায় বৃদ্ধি পাচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না৷

সর্বশেষ সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে ভারতের বিপক্ষে শুরু এরপর বাবর-রিজওয়ান যৌথভাবে যা করেছেন তা দীর্ঘ সময় মনে রাখতে হবে ক্রিকেটপ্রেমীদের৷ ধারাবাহিকতার ফলস্বরূপ বর্ষসেরার খেতাব লাভ করেছিল গেল বছরের৷ দুই যুগ পরে পাকিস্তানের ডেরায় পা রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল৷ যাওয়ার পর লাথান এক প্রকার হুমকির সূরে বলেছিলেন ৩-০ তে টেস্ট সিরিজ জিততে চাই৷

সিরিজের প্রথম ম্যাচ ব্যাটারদের দাপটে ফলশূণ্য ড্র হলে দ্বিতীয় ম্যাচে শুরু হয় রোমাঞ্চ৷ চতুর্থ ইনিংসে ১৭১.৪ ওভার ব্যাট করে পাকিস্তান বেঁচে যায় পরাজয়ের লজ্জা থেকে৷ সাথে টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ বল খেলার রেকর্ড গড়ে৷ এ লজ্জা এড়াতে অনবদ্য ভূমিকা ছিল বাবর ও রিজওয়ানের৷

বাবর ডাবল সেঞ্চুরি থেকে চার রান আগে আউট হলে দায়িত্ব কাঁধে পরে রিজওয়ানের৷ তবে ব্যক্তিগত শতকের সাথে কাজটি ঠিকমত করতে কোন ভুল করেননি এই ব্যাটার৷ ফলে ম্যাচ জয়ের আনন্দ উপভোগ করা হয়নি অজিদের৷

চলতি বছরের শেষের দিকে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ৷ তার পূর্বে রয়েছে এশিয়া কাপ৷ দুই ট্রফি জয়ে পাকিস্তানের পাখির চোখ থাকবে এটি জানা কথা৷ সামর্থ্য অনুয়ায়ী বাবরের নেতৃত্বাধীন পাকিস্তান হট ফেভারিট৷ কারন পরিপূর্ণ দল এবং পাকিস্তানের খেলোয়াড়দের সুসময় যাচ্ছে এটি সামান্য খেলা বোঝা মানুষেরও বুঝতে খুব একটা কষ্ট হচ্ছে না৷

ওপেনিংয়ে বাবর-রিজওয়ান প্রতিপক্ষ দলের জন্য কতটা বিপদজ্জনক তা বলার অপেক্ষা রাখে না সাথে আফ্রিদির গতির সঙ্গে সাদাব খানের ঘূর্ণি জাদুর সংমিশ্রণ তো রয়েছে৷ তবে সবচাইতে যেটি আকর্ষণীয় তা হলো বাবর-রিজওয়ানের জুটিতে পাকিস্তানের স্বপ্ন চওড়া৷

গত আসরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান৷ আক্ষেপে পুরেছিল ক্যাচ মিসে পরাজয়ের নায় হাসান আলী থেকে পুরো পাকিস্তান৷ স্বপ্নভঙ্গের তীব্র জ্বালা অনুভব করেছিল তরুণ আফ্রিদি৷ ফলে সামনের বৈশ্বিক আসরে ট্রফি জয়ের জন্য আরও বেশি মরিয়া পাকিস্তান এটি অস্বাভাবিক কোন বিষয় নয়৷

 

- নট আউট/এমআরএস/ডব্লিউআর।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....

বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!

শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

তাকে সময় দিন, যেন সে হারিয়ে না যায়

‘২০১৬ সালে রিজওয়ানের সাথে ক্রিকেট নিয়ে কাজ করেছিলাম। সেসময়ে যেহেতু তার বয়স কম ছিল, দু...