ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সাকিবের প্রত্যাবর্তনে হাসানের অভিষেক, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪ ০৯:৫০

ফুরফুরে মেজাজে শান্ত-সাকিবরা। গেটি ইমেজ ফুরফুরে মেজাজে শান্ত-সাকিবরা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টা শুরু হচ্ছে আজ (শনিবার) থেকে। সিলেট টেস্ট জিতে এগিয়ে থেকেই চট্টগ্রামের সাগরিকায় নামছে শ্রীলঙ্কা। সিরিজ বাঁচানোর ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। যদিও এমন ম্যাচে টস ভাগ্যে হেরেছে বাংলাদেশ। 

টস জিতে লঙ্কানরা আগে নামছে ব্যাটিংয়ে। ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের একাদশে এসেছে একাধিক পরিবর্তন। প্রায় এক বছর পর ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া সাদা পোশাকে অভিষেক হচ্ছে পেসার হাসান মাহমুদের। চট্টগ্রাম টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুল ইসলামকে। বাদ পড়েছেন সিলেটে অভিষেক হওয়া নাহিদ রানা।

শ্রীলঙ্কার একাদশে একটি পরিবর্তন ছিল প্রত্যাশিত। কেননা, পিঠের ইনজুরিতে আগেই ছিটকে গেছেন পেসার কাসুন রাজিথা। তার পরিবর্তে লঙ্কানরা স্কোয়াডে ফেরায় আসিথা ফার্নান্দোকে। চট্টগ্রাম টেস্টে তাই অনুমেয়ভাবেই ফিরেছেন চোটের কারণে প্রথম টেস্ট মিস করা এই পেসার।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস,  অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো।

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।