ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ম্যাচ জয়ের কৃতিত্ব শান্ত-রিয়াদ জুটিকে দিলেন মুশফিক

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪ ১২:৪৭

সাগরিকায় দারুণ ব্যাট করেন শান্ত-রিয়াদ। গেটি ইমেজ সাগরিকায় দারুণ ব্যাট করেন শান্ত-রিয়াদ। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ সাগরিকায় দুর্দান্ত জয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। এদিন আগে বোলিং করে বোলারদের নৈপুণ্যে ২৫৫ রানেই শ্রীলঙ্কাকে আটকে দেয় টাইগাররা। জবাবে টপ অর্ডার ধসের পরও, অধিনায়ক শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ফিফটিতে জয় নিয়েই মাঠ ছাড়ে টিম টাইগার্স।

চট্টগ্রামে এদিন রান তাড়া করতে নেমে ১৪ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। এরপর তরুণ তাওহীদ হৃদয়ও ফিরেন সাজঘরে। বাংলাদেশ এদিন মোমেন্টাম পায় মূলত মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে। বড় ইনিংস খেলতে না পারলেও অভিজ্ঞ এই ব্যাটার খেলেন ৩৭ বলে কার্যকরী ৩৭ রানের এক ইনিংস। এরপর সেটাকে ক্যারি করেন শান্ত ও মুশফিক। দুজনের হার না মানা দেড়শ ছাড়ানো জুটিতে চড়েই ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। 

নিজেকে শান্তকে নিয়ে গড়েছেন ম্যাচ জয়ী জুটি। তবে, এদিন ম্যাচ জয়ের ক্রেডিটটা মুশফিক দিয়েছেন শান্ত-মাহমুদউল্লাহর জুটিকেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা মুশফিক বলেন, ‘তখনই পার্টনারশিপটা ভালো বিল্ডআপ হয়। অভিজ্ঞতা অনেক বড় জিনিস। রিয়াদ ভাই যে ইনটেন্টটা দেখিয়েছে। এই পুরো ম্যাচের প্রথম কৃতিত্ব রিয়াদ ভাই ও শান্তর পার্টনারশিপ এবং সবার আগে রিয়াদ ভাই। ঐ সময়ে রান করাটা… আমার জন্য, শান্তর জন্য রান রেটের কোনো চাপই ছিল না।’

৯২ রানে মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট হারানোর পর, শান্ত-মুশফিক জুটিতে বাংলাদেশ পায় ১৬৫ রান। লঙ্কান বোলাররা হন্য হয়েও ভাঙতে পারেনি এই জুটি। নিজেদের এই জুটি গড়া প্রসঙ্গে মুশফিক বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের পার্টনারশিপ ভালো হয়েছে। তবে মূল ভূমিকা রেখেছে রিয়াদ ভাই ও শান্তর পার্টনারশিপ। তখন বল নতুন ছিল, শিশিরেরও তেমন ভূমিকা ছিল না। ২৫৬ রান তাড়া করতে নেমে ৩টি উইকেট পড়ে গেলে… ওরা ভালো শুরু পেয়েছিল। তখন রিয়াদ ভাই ও শান্ত ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছে। ঐ যে রান রেট ঠিক ছিল ঐ সময়টায়, তাতে আমার কাজটা সহজ হয়ে গেছে।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।