ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সহ-অধিনায়ককে একাদশে রাখতেই হবে ?

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩ ০৯:৫৬

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ চলছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্ত’র ডেপুটি হিসেবে রয়েছেন মেহেদি হাসান মিরাজ। 

 

প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচে একাদশে সুযোগ পাননি মিরাজ। এরপরই শুরু হয়েছে ম্যানেজ্যান্ট, অধিনায়ক ও কোচকে নিয়ে সমালোচনা। সমর্থকদের কেউ কেউ বলছেন, যদি একাদশে রাখাই হবে না তাহলে কেন তাকে সহ-অধিনায়ক করা হলো। সহ-অধিনায়ক করে একাদশে না রাখাকে কেউ কেউ অপমানজনক হিসেবেও দেখছে। আবার কেউ প্রশ্ন তুলছেন হেড চান্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যত পরিকল্পনা নিয়েও। 

সমর্থকরা বলতেই পারে নানামুখী কথা। তবে সহ-অধিনায়ককে একাদশে রাখতেই হবে, এমন কোন কথা নেই। দলে এই পদ রাখা হয় মূলত ঝামেলা এড়াতেই।সিরিজ চলাকালীন অধিনায়ক ইনজুরিতে পড়লে ম্যানেজম্যান্টকে নতুন অধিনায়ক নিয়ে ভাবতে হয়না। ডেপুটি হিসেবে যাকে রাখা হয়েছে তাকে দিয়েই কাজ চালানোর পরিকল্পনা থাকে। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।