ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সৌম্যর সমস্যা কি জানেন না হাথুরু, সমাধান চাইছেন সাংবাদিকদের কাছে! 

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩ ১১:৩৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ নিউজিল্যান্ড সফরে দলের সাথে নেই সাকিব আল হাসান। পরদেশে সাকিবের অভাব পূরণ করবেন কে? এমন প্রশ্নে সৌম্য সরকারের কথাই বলেছিলেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের পছন্দের তালিকায় উপরেই থাকেন সৌম্য সরকার। যার ফলে ঘরোয়া লিগেও ব্যর্থ সৌম্যকে নিয়ে জাতীয় দলে সমাধান খুঁজতে চান তিনিও। তবে নিউজিল্যান্ডে প্রথম ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্সে হতাশ গুরু হাথুরু। বুঝে উঠতে পারছেন না সৌম্যর সমস্যা কোথায়। 

দ্বিতীয় ম্যাচের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে হাথুরু বলেন, 'আমি শেষ ৫ ম্যাচে সৌম্যর খেলা দেখিনি, কি হয়েছে আসলে জানিনা। শুধু শেষ ম্যাচটাই দেখেছি। আমি জানি না সৌম্যর সমস্যা কি। ও ঘরোয়াতে প্রচুর রান করছিলো। আর আমাদের একজনকে দরকার ছিল যে বোলিং ব্যাটিং দুটোই করতে পারে, যেহেতু সাকিব নেই।'


সৌম্যকে নিয়ে হাথুরু আরও বলেন, 'সাকিব ১৭ বছর ধরে খেলছে, আমরা সাকিবের মত কাউকে খুঁজছি। এই জন্যই সৌম্যর একাদশে থাকা গুরুত্বপূর্ণ। সাকিব যা পারবে সৌম্য তা পারবে না, আমরা চাই ও ব্যাটিং বোলিং টা ঠিক ভাবে করুক। আমরা ওকে আল্রাউন্দার হিসেবে ভাবছি যে দলে অবদান রাখতে পারবে।'

বিশ্বকাপ ঘুরে নিউজিল্যান্ড।ব্যাটাররা রান বড় করতে পারছেন না। এ নিয়ে উদাসীন না হলেও মজা করেছেন সাংবাদিকদের সাথে।

ব্যাটাররা কেন ইনিংস বড় করতে পারছেন না এমন প্রশ্নে হাথুরু বলেন, 'ওদের বড় স্কোর না করতে পারাটা দুশ্চিন্তার বিষয়। আপনি যদি সমাধান পান আমাকে জানাবেন আমি ওদের জানাব।'

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।