ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সিরিজ বাঁচাতে জয় চাই বাংলাদেশের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩ ১১:১৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার দিবাগত ভোর ৪টায় মাঠে নামবে দলটি। সিরিজ বাঁচাতে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারীদের। 

 

দ্বিতীয় ম্যাচের আগে কিছূটা পরিবর্তন এসেছে নিউজিল্যান্ড শিবিরে। ইনজুরির কারণে বিশ্রামে পাঠানো হয়েছে কাইল জেমিসনকে। অপরদিকে ব্যাটার ফিন অ্যালেনকে পাঠানো হয়েছে ঘরোয়া টি-টোয়েন্টি খেলতে। 

বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিয়ে ঝুঁকি নেওয়াকে অপ্রয়োজনীয় মনে করছেন কিউই কোচ। গ্যারি স্টিড বলেন, ‘সামনে প্রচুর ম্যাচ। আমরা চাই অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়ে কাইল যেন সম্ভাব্য সেরা অবস্থায় থাকে। এই সিরিজকে আমরা শুরু থেকেই নতুনদের পরখ করার সুযোগ হিসাবে দেখছি।’

নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে তিন বিভাগেই ভালো করা চাই বাংলাদেশের। প্রথম ম্যাচে ব্যাটিং আরেকটু ভালো হলে জিততে পারতো বাংলাদেশ। ৩০ ওভারে ২৪৫ রান তাড়া করতে নেমে দল হেরেছিল ৪৪ রানে। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।