ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মুশফিকের পাশে প্রধান নির্বাচক

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩ ২০:৩৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে অনাকাঙ্খিত ভুল করে বসেন মুশফিকুর রহিম। এরপর দেশের এক শীর্ষস্থানীয় গণমাধ্যম তথ্য প্রমাণ ছাড়াই স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনেন। যদিও খুব দ্রুত নিউজটি সরিয়ে নেয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। তবে ততক্ষণে এই প্রতিবেদন ছড়িয়ে পড়ে পুরো দেশেই। 

 

প্রতিবেদন প্রকাশের পর মুশফিক ভক্তরা পাশে দাঁড়িয়েছিলেন। পরবর্তীতে মুশফিক নিজেও আইনি পদক্ষেপ নিয়েছেন। মুশফিক ইস্যুতে এবার কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। 

নান্নু বলছেন, ‘ব্যক্তি আক্রোশ সৃষ্টি করে এসব করা হয়েছে। সব তো আজেবাজে নিউজ তারা মানুষের কাছে করেছে। এটার অবশ্যই একটা সুরাহা হওয়া উচিত এবং এটার শেষ হওয়াও উচিত। সবাই তো সংবামাধ্যমে সবসময় একটা পজিটিভ দিক দেখে এবং অনেক কিছু শিক্ষণীয় আছে। এখানে সবসময় মানুষকে হেয় করে দেখানো হচ্ছে।’

নান্নু আরও বলেছেন, ‘আমি যেই জায়গায় আছি, এই জায়গা থেকে অনেক কিছু সহ্য করে কাজ করে যেতে হয়। ফলে এই জায়গা থেকে অনেক কিছু করাও যায় না। কিছুদিনের মধ্যে আমি এটা নিয়ে একটা স্টেপ নিবো।’

 

-নট আউট/এমআরএস

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।