ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মিরপুরের মত বাজে উইকেট ক্যারিয়ারে দেখেননি সাউদি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩ ২৩:৩৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ  সিলেটে বাংলাদেশের বিপক্ষে ১৫০ রানে হেরেছিল নিউজিল্যান্ড। তবে সেখানকার পিচ নিয়ে কোন আপত্তির কথা বলেনি সফরকারীরা। তবে মিরপুরে টেস্ট জিতলেও উইকেট নিয়ে খুশি নয় দলটি। সফকারী দলের অধিনায়ক টিম সাউদি তো বলেই বসেছেন, এমন বাজে উইকেট ক্যারিয়ারে দেখিনি। 

সাউদি বলেন, , ‘খুব সম্ভবত, আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বাজে উইকেট এটি। ব্যাট-বলের ভারসাম্যের কথা বললে, এটি বেশিরভাগ বোলারদের দিকেই ঝুঁকে ছিল। তো আমার মনে হয়, ১৭০ ওভারে পুরো ম্যাচ শেষ হয়ে যাওয়াই মূলত বার্তাটা দেয়। এই অবস্থা থেকে ছেলেদের বেরিয়ে আসা ও জয় নিয়ে ফেরা অনেক আনন্দের।’


নিউজিল্যান্ডের অধিনায়কের দাবি, ব্যাটার ও বোলারদের জন্য সুষম লড়াইয়ের মতো উইকেট ছিল না। ব্যাটারদের জন্য রান পাওয়া যে কঠিন ছিল সেটাও জানিয়েছেন তিনি। এমন কঠিন উইকেটে জিততে পারায় অবশ্য খুশি সাউদি।

তিনি বলেন, ‘আমার মনে হয়, এটি বিক্ষিপ্ত ধরনের একটি ম্যাচ ছিল। অবশ্যই খুব কঠিন উইকেট। রান পাওয়া খুব কঠিন ছিল। ম্যাচজুড়ে ছোট ছোট মুহূর্ত ও জুটি খুব গুরুত্বপূর্ণ ছিল। অন্যান্য ম্যাচে বিশেষ করে যেখানে ব্যাট-বলের লড়াইটা সুষম থাকে, সেখানে এসব জিনিস সেভাবে চোখে পড়েনি। এমন উইকেটে ছেলেদের লড়াই করে ম্যাচ জিতে আসা খুব আনন্দের।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।