ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

তৃতীয় দিনের খেলা শেষ, ২ উইকেট হারিয়েও ৩০ রানে এগিয়ে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩ ১৬:২৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: তৃতীয় দিনে খেলতে নেমেই আক্রমণাত্মক নিউজিল্যান্ড৷ অলআউট হওয়ার আগে নিলো ৮ রানের লিড৷ সফরকারীদের শেষ পর্যন্ত অলআউট করার স্বস্তি পুরো বাংলাদেশের চোখে মুখে৷ তবে স্থায়ী মাত্র কয়েক মিনিট৷

মিরপুর পিচে মেরে খেলতে হবে৷ ম্যাচ জেতার মন্ত্র এখন একটাই৷ আর এখানেই হোঁচট খেল বাংলাদেশ৷ ৮ ওভারে ৩৮ রান জমা হয়েছে স্কোরবোর্ডে; একই সাথে ২টা উইকেট বাতিলের খাতায়৷ অর্থাৎ আউট হয়েছেন দুই ব্যাটার৷

আলোক স্বল্পতায় খেলা বন্ধ৷ হালকা বৃষ্টি পড়তেছে ঢাকার বেশ কিছু জায়গায়৷ তৃতীয় দিনের বাকি অংশের খেলা হচ্ছেনা আর ৷ তবে চতুর্থ ও পঞ্চম দিন খেলা হওয়ার সম্ভবনা রয়েছে৷ সবমিলে ৯০ ওভার খেলা হলেও ম্যাচের ফলাফল আসবে শতভাগ৷ আর এখানেই বাড়তি সুবিধা পেতে পারে নিউজিল্যান্ড৷

আগামীকাল বৃষ্টি হলেও শেষ দিনে বৃষ্টির পূর্বাভাস নেই৷ বাংলাদেশ যদি লক্ষ্য মাত্রা ১৫০ পার করতে না পারে তাহলে কপালে দুঃখও থাকতে পারে৷ এমন হলো পঞ্চদিনে খেলা বাকি ৩০ ওভার৷ ম্যাচ জিততে নিউজিল্যান্ডের প্রয়োজন ১৫০ রান৷ তাহলে জয়ের পাল্লাটা তাদের দিকেই ভারি হচ্ছে৷

বাংলাদেশের চাওয়া এখন একটাই৷ টার্গেট ১৫০ হোক বা ১৬০৷ প্রতিপক্ষকে যেন ৫০টা ওভার অন্তত খেলানো যায়৷ ৩০০ বলে অতি আক্রমণাত্মক খেলাও বিপদ, আবার না খেলাও বিপদ৷ মিরপুর পিচ বলে কথা!

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।