ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

স্বপ্নের বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪০

দেশ ছেড়েছে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত দেশ ছেড়েছে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

নট আউট ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। বিকেল সোয়া ৪টায় ঢাকা থেকে গোয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন সাকিব-মুশফিকরা। সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা হয়নি ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। 

 

বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দলের ক্রিকেটাররা ছাড়াও কোচিং স্টাফের সব সদস্যও দলের সঙ্গে গেছেন। একই ফ্লাইটে চড়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। 

বাংলাদেশ দল সরাসরি চলে যাবে ভারতের গোয়াহাটিতে। সেখানে আগামী ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দিবা-রাত্রির প্রস্তুতি ম্যাচে অংশ নেবে টাইগাররা। আর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে সাকিবের দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২ অক্টোবর। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে শুধু একটি দিন হাতে পাবে টাইগার ক্রিকেটাররা।

গোয়াহাটিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ দলের গন্তব্য হবে হিমাচল প্রদেশে ধর্মশালা স্টেডিয়াম। ৫ অক্টোবর শুরু এবারের ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালাতেই। এরপর যথাক্রমে ১০ অক্টোবর ইংল্যান্ড, ১৩ অক্টোবর নিউজিল্যান্ড, ১৯ অক্টোবর ভারত, ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ২৮ অক্টোবর নেদারল্যান্ডস, ৩১ অক্টোবর পাকিস্তান, ৬ নভেম্বর শ্রীলঙ্কা ও ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচগুলো খেলবে। 

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড :সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন (সহ অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান ও তানজিম হাসান।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।