ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সাকিবকে ছাড়াই নিউজিল্যান্ড সিরিজ?

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০১

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ এশিয়া কাপ একপ্রকার শেষ বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে দেশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। গুঞ্জন উঠেছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি চেয়েছেন তিনি। 

দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে ১৯ সেপ্টেম্বর চলে আসবে নিউজিল্যান্ড। ২১, ২৩ আর ২৬ সেপ্টেম্বর মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগাররা মুখোমুখি হবে কিউইদের।

আসন্ন এই সিরিজে খেলবেন না অধিনায়ক সাকিব আল হাসান। রোববার সন্ধ্যার পর এমন গুঞ্জন রটেছে।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘এখন পর্যন্ত কেউই ছুটির জন্য আবেদন করেনি। আমরাও কাউকে ছুটি দেইনি। যেহেতু সামনে বিশ্বকাপের ধকল। তাই আমরা মানে বিসিবি কজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছি।’

এশিয়া কাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে কয়েকজনকে বিশ্রাম দেওয়া হবে। জালাল ইউনুস বলেন, ‘সেটা ঠিক হয়নি। তবে কয়েকজনকে খেলানো হবে না, এটা নিশ্চিত।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।