ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কাতারে চিকিৎসা হবে সাইফউদ্দিনের!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ আগস্ট ২০২৩ ১৯:৪৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: পেস অলরাউন্ডার হিসেবে অল্প সময়েই মোহাম্মদ সাইফউদ্দিন কুড়িয়েছিলেন সুনাম। কিন্তু ইনজুরি বারবার তাকে ছিটকে দিয়েছে ট্র্যাকের বাইরে। ইনজুরি কাটিয়ে ফিরে এসে যখনই ফেরেন ফর্মে, ঠিক তখনই ইনজুরিতে পড়ে ছিটকে যান লম্বা সময়ের জন্য। ইনজুরি আর সাইফউদ্দিন যেন এক অদৃশ্য বাঁধনে আবদ্ধ।

বারবার ফিরে আসা ইনজুরি থেকে পরিত্রাণ পেতে টাইগার এই পেস অলরাউন্ডারকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি সপ্তাহেই ডানহাতি এই অলরাউন্ডারকে কাতার পাঠাচ্ছে বোর্ড।

বুধবার বোর্ডের চিকিৎসক মঞ্জুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফউদ্দিনের বর্তমানে ইনজুরি নেই। তবে বাড়তি সতর্কতা হিসেবেই কাতার পাঠানো হচ্ছে তরুণ এই ক্রিকেটারকে।

মঞ্জুর বলেন, ‘এই মুহূর্তে তার (সাইফউদ্দিন) তো কোনো ইনজুরি নেই। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও খেলছে। তবে ওনার ব্যাক একটা ইনজুরি আছে, যার কারণে মাঠে অন এবং অফ থাকে। সে কারণে ভালো একজন স্পাইন বিশেষজ্ঞ দেখানো হবে সাইফউদ্দিনকে। সেই হিসেবে আগামী শনিবার (৫ আগস্ট) কাতারে যাচ্ছে সে। সেখানেই তার পরবর্তী চিকিৎসা হবে।’

লাল-সবুজ জার্সিতে সাইফউদ্দিনকে সবশেষ মাঠে দেখা গিয়েছিল গত বছরের অক্টোবরে। জাতীয় দলে ইনজুরির কারণে না খেললেও ঘরোয়া লিগে ঠিকই খেলেছেন তিনি।

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর হয়ে ১২ ম্যাচ খেলেছেন ডানহাতি এই অলরাউন্ডার। টুর্নামেন্টে বল হাতে ১৯ উইকেট এবং আর ব্যাট হাতে করেছেন ১১২ রান।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।