ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

তাসকিনকে দেখে শিখছেন শরিফুলরা, উপভোগ করছেন চ্যালেঞ্জ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৩ ০৩:৩৬

তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান এক ফ্রেমে। ফাইল ছবি তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান এক ফ্রেমে। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে যুতসই ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। আইরিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশ তুলতে পেরেছিল মাত্র ২৪৬ রান। সেই রান টপকাতে নেমে অবশ্য ৩ উইকেট হারিয়ে আইরিশরা ৬৫ রান তুলতেই ম্যাচে হানা দেয় বৃষ্টি। ফলে অমীমাংসিতই থেকে যায় প্রথম ওয়ানডের ফলাফল। 

আয়ারল্যান্ড ইনিংসের শুরুর দিকে পল স্টার্লিংদের বেশ ভালোই চেপে ধরেছিলেন হাসান মাহমুদ, শরিফুল ইসলামরা। দুর্দান্ত লাইন-লেন্থ আর উইকেট থেকে সুইং আদায় করে আইরিশ টপ অর্ডারকে বেশ ভালোই ভুগিয়েছেন এই দু'জন। তাতে ফলাফলটা বাংলাদেশ পেয়েছিল দ্রুত। ইনিংসের শুরুতেই আগ্রাসী ব্যাট করতে থাকা পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবার্নির উইকেট তুলে নেয় বাংলাদেশ। 

দলের তারকা পেসার তাসকিন আহমেদের না থাকাটা বড় সুযোগ হয়েই এসেছিল বাঁহাতি পেসার শরিফুল ইসলামের জন্য। চেমসফোর্ডে হাসান মাহমুদের সঙ্গে জুটি বেঁধে করেছেন নতুন বলে বল। ফাস্ট বোলারদের জন্য সহায়ক উইকেটে, বোলিং কতটা উপভোগ করেছেন সেটাই আজ (১১মে) সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল পেসার শরিফুল ইসলামের কাছে।

উত্তরে এই বাঁহাতি বলেছেন, ‘আসলে সব ফাস্টবোলারই চায় এরকম কন্ডিশনে খেলতে, বল করতে। আমাদের কাছে ভালোই লেগেছে নতুন বলে বোলিং করতে। পুরোনো হওয়ার আগেই বৃষ্টি হয়েছিল। ভালোই সুইং পাওয়া যাচ্ছিল, এক্সট্রা বাউন্স ছিল, মুভমেন্ট ছিল ভালো।’

চোটের কারণে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন শরিফুল ইসলাম। দলে ইনফর্ম পেসারের ছড়াছড়ি থাকলেও নির্বাচকরা আস্থা রেখেছেন তার উপর। মুস্তাফিজকে বিশ্রামের নামে দল থেকে বাদ দিয়ে প্রথম ওয়ানডের একাদশে রাখাও হয়েছিল শরিফুলকে। চোট কাটিয়ে ফিরে দারুণ বোলিং করতে পেরে সন্তুষ্ট এই পেসার।

শরিফুল আরও বলেছেন, ‘আসলে অনেকদিন পরে এসেছি। এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। মোস্তাফিজ ভাইকে বিশ্রাম দেওয়া হয়েছে, সব ফাস্টবোলারকে ঘুরিয়ে খেলার জন্য চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে এটা আমার জন্য ভালো একটা সুযোগ। যদি এখানে ভালো কিছু করতে পারি, আমার জন্য ভালো কিছু হবে।’

এদিকে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে মনযোগ দিচ্ছেন শরিফুল-হাসানরা। অগ্রজ তাসকিন আহমেদকে দেখেই ব্যাটিংয়ের প্রতি সিরিয়াস হচ্ছে অনুজরা। প্রয়োজনে ব্যাট হাতে অবদান রাখতে চান জানিয়েছেন শরিফুল। 

তিনি আরও বলেছেন, ‘সব দেশেই টেলএন্ডাররা এখন ভালো ব্যাটিং করছে। আমরাও চেষ্টা করছি। তাসকিন ভাইকে দেখে দেখে আমরা প্রতিদিন নেটে অনুশীলন করছি। একটু হলেও উন্নতি করার চেষ্টা করছি। যদি আমরা ১০-১৫ রান করি, সেটা দলের জন্য সহায়ক হবে। সেটা আমাদের জন্য খুব ভালো হবে।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।