ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে অনিশ্চিত হলেও খেলা দেখতে পারবে ভারতীয়রা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ মে ২০২৩ ০১:৫৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আগামী ৯মে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ। সুপার লিগের অংশ হলেও বাংলাদেশে এই সিরিজ সরাসরি দেখা নিয়ে রয়েছে শঙ্কা। বাংলাদেশে শঙ্কা থাকলেও অবশ্য এই সিরিজ দেখতে পারবে প্রতিবেশী রাষ্ট্র ভারত। একই সাথে আয়ারল্যান্ডে প্রিমিয়ার স্পোর্টসে খেলা দেখা যাবে খেলা। 

এক বিজ্ঞপ্তিতে আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজের ব্রডকাস্টারদের তালিকা প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। যেখানে বাংলাদেশের দর্শকরা কিভাবে সাকিব আল হাসান-তামিম ইকবালদের খেলা দেখবেন সেটা প্রকাশ করেনি।

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচের সূচি-

১ম ওয়ানডে- ৯ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড
২য় ওয়ানডে- ১২ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড
৩য় ওয়ানডে- ১৪ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড।


বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

আয়ারল্যান্ড ওয়ানডে স্কোয়াড-

অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়াং।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।