ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

হাথুরুর ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছে বিসিবি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ মে ২০২৩ ১৭:১৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ জাতীয় দলের ব্যাটিং কোচের ভূমিকায় থাকছেন না, ফেসবুক পোস্টে নিজেই জানিয়েছিলেন জেমি সিডন্স। নিজ ইচ্ছায় বিসিবির অধীনে তরুণদের নিয়ে কাজ করবেন সিডন্স। সামলাবেন বাংলাদেশ টাইগার্স ও এ দলের দায়িত্ব। 

 

বাংলাদেশের প্রথমসারির এক গণমাধ্যমে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন,‘জেমিও তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। তারই সঙ্গে কথাবার্তা ও সবকিছু থেকে মূলত সিদ্ধান্ত হয়েছে।’

 

জাতীয় দলে সিডন্সের ফেরা অনেকটা নির্ভর করছে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়ার উপরে। সুজনের কথায় এমনটিই স্পষ্ট। সুজন বলেন, ‘যখন দরকার হবে, তখন দেখা যাবে।’ পাশাপাশি প্রধান কোচের চাহিদার ওপরও নির্ভর করছে তার ফেরা, ‘আমাদের হেড কোচ বা কোচিং প্যানেলে যারা আছেন, তারা কী চাচ্ছেন, তাদের চাহিদা অনুযায়ী পরিবর্তন আসে। তাদের দিক থেকে যদি কোনো চাহিদা থাকে তাহলে দেখা যাবে।’

 

সুজনের কথায় একটি বিষয় স্পষ্ট, হেড কোচের চাওয়াকে প্রাধান্য দিচ্ছে বিসিবি। অবশ্য এমনটিই হওয়া উচিত। কেননা মাস্টারমাইন্ডকে তার মত পরিকল্পনা সাজাতে দিলে সফলতা পাওয়ার সম্ভবনাও বাড়বে বহুগুনে। 

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।