ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম টেস্ট শেষে..

উইকেট ভালো ছিল, কিন্তু আমরা ভালো ব্যাট করিনি-সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২ ২২:১০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ‘উইকেট ক্রমশ ভালো হচ্ছে, এমন উইকেটে ব্যাট করা সহজ’- তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ড্রেসিংরুমে এমন কথাই বলেছিল ভারতীয় বোলাররা। যেসময় বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৯৪ রান। অপরদিকে হাতে ছিল ১০ উইকেট। এই জায়গা থেকে দিন শেষে নিজেদের সুবিধাজনক অবস্থানে নিতে পারেনি বাংলাদেশ। ৬ ‍উইকেটে ২৭২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা করেছিল স্বাগতিকরা। শেষ দিনে ৫২ রান যোগ করেই অলআউট হয়েছে সাকিব বাহিনীদের। শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে হার ১৮৮ রানে। 

 

চট্টগ্রামের উইকেটে শেষ দুইদিনে ব্যাটিং করা সহজ হয়ে যায়। অতীতেও দেখা গিয়েছে এমন চিত্র। তবে বাংলাদেশ প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও নিজেদের উইকেট বিলিয়ে দিয়েছে সহজেই। ম্যাচ হারের পর সাকিব নিজেদের ব্যাটিং ব্যর্থতা অকপটেই মেনে নিয়েছে। 

ম্যাচ শেষে সাকিব বলেন, এটি ব্যাট করার জন্য সত্যিই একটি ভাল উইকেট ছিল কিন্তু আমরা ভাল ব্যাট করিনি (প্রথম ইনিংসে)। ৫-৬ মাস পর খেলা, এটা আদর্শ ছিল না কিন্তু কোন অজুহাত থাকা উচিত। তারা যেভাবে বোলিং করেছে তার অনেক কৃতিত্ব ভারতের। তারা পার্টনারশিপে বোলিং করে চাপ তৈরি করে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।