ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম টেস্ট মিস করবেন তাসকিন, শঙ্কা রয়েছে সাকিবকে ঘিরে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২ ০২:৩৬

তাসকিনের সেলফিতে সাকিব। ফাইল ছবি তাসকিনের সেলফিতে সাকিব। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ রাত পোহালেই শুরু স্বাগতিক বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রাম টেস্ট শুরুর আগে অবশ্য একাধিক তারকা ক্রিকেটারকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হওয়ায়, খানিকটা দুশ্চিন্তায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই তারকা পেসার তাসকিন আহমেদ নিশ্চিতভাবেই মিস করতে যাচ্ছেন চট্টগ্রাম টেস্ট। সেই সঙ্গে অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। 

চট্টগ্রাম টেস্টে সাকিব খেলবেন কি না, সে ব্যাপারে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও তাই সাকিবের থাকা নিয়ে রয়েছেন দোটানায়। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় উমরান মালিকের বল পিঠে লেগেছিল সাকিবের।

প্রাথমিকভাবে এক্স-রেতে কোনো সমস্যা ধরা না পড়লেও পেশিতে কোনো সমস্যা আছে কি না, সেটি পরীক্ষা করতেই আজ (১৩ ডিসেম্বর) হাসপাতালে গিয়েছিলেন সাকিব। যদিও গতকাল মাঠে এলেও অনুশীলন করেননি সাকিব। তবে, আজ নেটে ব্যাটিং করতে দেখা গেছে তাকে।

সাকিব প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এসে রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘আমরা এখনো তাকে পর্যবেক্ষণ করছি। আজ বিকেলে সিদ্ধান্ত নেওয়া হবে। সে ঠিক আছে, তা নিশ্চিত হয়ে নিতে চাই। পাঁজর ও কাঁধ নিয়ে এখনো একটু ভুগছে। সে একটু ব্যাটিং করেছে (নেটে), আশা করি, তাতে সে আরেকটু স্বচ্ছন্দ হবে।’

এ দিকে চোটের কারনে ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে মিস করেছেন টাইগার তারকা তাসকিন আহমেদ। তৃতীয় ওয়ানডেতে দলে ফিরলেও, পূর্ণ রিদমে বোলিং করতে দেখা যায় নি তাকে। তাই চট্টগ্রাম টেস্টে এই পেসার খেলবেন কিনা সেই শঙ্কায় পাওয়া গিয়েছিল। যদিও গতকাল সংবাদ সম্মেলনে এসে নিজেও দিয়েছিলেন সেই আভাস। এবার রাসেল ডমিঙ্গো নিজেই করেছেন নিশ্চিত। চট্টগ্রাম টেস্টে খেলা হচ্ছে না তাসকিনের।

ডমিঙ্গো আরও বলেছেন, ‘তাসকিনকে নিয়ে ঝুঁকি নেব না প্রথম টেস্টে। তাকে কিছু ইনজেকশন নিতে হয়েছে। চট্টগ্রামে এমন কন্ডিশনে এক-দেড় দিন বোলিং করা, তার জন্য হয়তো ভালো হবে না। প্রথম ম্যাচে তাকে বিশ্রাম দেব।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।