ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মিঠুনের নেতৃত্বে ভারত সফরের দলে মুমিনুল-তাইজুলরা

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ২২:৪৪

মোহাম্মদ মিঠুন ও মুমিনুল হক। ছবি সংগৃহীত মোহাম্মদ মিঠুন ও মুমিনুল হক। ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্টঃ চলতি মাসেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। আফগানদের অর্থ সংকটে সিরিজটা আর হয়নি। ওই সিরিজ বাতিল হলেও বাংলাদেশ ‘এ’ দলের জন্য নতুন সিরিজের আয়োজন করেছে বিসিবি।


আগামী ৯ অক্টোবর বিসিবি একাদশের ব্যানারে মূলত ‘এ’ দলটাই ভারত সফরে। চেন্নাইয়ে তামিলনাড়ু একাদশের বিরুদ্ধে দুটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বিসিবি একাদশ। বুধবার বিসিবি একাদশ ঘোষণা করেছে বিসিবি।


দুই ফরম্যাটেই অধিনায়কত্বের ভার মোহাম্মদ মিঠুনের কাঁধে থাকছে। দুই চারদিনের ম্যাচের দলে আছেন মুমিনুল হক, তাইজুল ইসলামের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। দীর্ঘদিন লাল বলের ক্রিকেট থেকে বাইরে তারা। তাদের ম্যাচ অনুশীলনের সুযোগ করতে দিতেই ভারতে পাঠানো হচ্ছে।


এনামুল হক বিজয়ও দলে আছেন। এক ঝাঁক তরুণ ক্রিকেটারের পাশাপাশি ওয়ানডে দলে নেয়া হয়েছে শেখ মেহেদী হাসান, নাঈম শেখদের।


আগামী ১২-১৫ অক্টোবর ও ১৯-২২ অক্টোবর দুটি চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। পরে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে।


চারদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, এনামুল হক।


ওয়ানডে সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলী, তানভির ইসলাম, শেখ মেহেদী হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।