ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আফগানদের অর্থ সংকটে ‘এ’ দলের সফর বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২ ২২:৩৬

তামিম ইকবাল ও মুমিনুল হক। ছবি সংগৃহীত তামিম ইকবাল ও মুমিনুল হক। ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্টঃ আগামী মাসে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ‘এ’ দলকে আতিথ্য দিতে চেয়েছিল আফগানরা। সফরে তাদের বিরুদ্ধে দুটি চার দিনের ম্যাচ, তিনটি ওয়ানডে খেলার সূচি চূড়ান্ত ছিল।


কিন্তু শেষ মুহূর্তে এসে এই সিরিজ বাতিল করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। অর্থ সংকটের কারণে সিরিজটা আয়োজন করতে পারছে না দেশটি। ইতোমধ্যে বিসিবিকেও চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে আফগানরা।


বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘ওদের ফান্ড না থাকায় সিরিজটি স্থগিত করেছে। তারা বলেছে অন্য সময়ে সিরিজটি করতে চায়। নতুন সূচি পেলেই জানিয়ে দেয়া হবে।’


সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল বাংলাদেশ ‘এ’ দল। ক্যারিবিয়ানে চারদিনের ম্যাচ ও ওয়ানডে খেলেছেন মিঠুন-সাইফ হাসানরা।


আফগানিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজে টি-টোয়েন্টি দলের বাইরে থাকা তামিম ইকবাল, মুমিনুল হক, এনামুল হক বিজয়দের খেলার কথা ছিল। তাদের নিয়েই দল গঠনের কাজ শুরু করেছিলেন নির্বাচকরা। কিন্তু সিরিজটাই শেষ অব্দি আর হচ্ছে না।


মুমিনুল-মিঠুনদের তাই জাতীয় ক্রিকেট লিগেই এখন মনোযোগী হতে হবে। আগামী মাসে শুরু হবে দেশের প্রধান প্রথম শ্রেণির ক্রিকেট আসর।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।