ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মাঠে নামলেই সাকিবের সেঞ্চুরি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২ ০৪:৪১

সাকিব আল হাসান। ছবি সংগৃহীত সাকিব আল হাসান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ শুরুতে শঙ্কা জেগেছিল এশিয়া কাপ স্কোয়াডে থাকা না থাকা নিয়ে। তবে শেষ পর্যন্ত কাউকে হতাশ করেননি সাকিব। ফিরেছেন ভদ্র ছেলের মতই। বিসিবিও অগাধ আস্থা রেখে নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডারকে। সাকিব মানেই অনন্য, সাকিব মানেই তো রেকর্ড বুকে নতুন সংযোজন। এশিয়া কাপ ১৫তম আসরের তৃতীয় ম্যাচে মাঠে নামলেই সাকিবের পূরণ হবে ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। 

 

ক্রিকেট বিশ্বের ১৫তম এবং বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তির দ্বারপ্রান্তে সাকিব। স্বদেশীদের মধ্যে এর আগে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম উপভোগ করেছেন এমন গৌরবময় দিন। গতকাল সেই তালিকায় নাম তুলেছেন ভারতীয় তারকা বিরাট কোহলিও। এবার পালা বাংলাদেশ অধিনায়কের। 

 

জাতীয় দলের জার্সিতে সংক্ষিপ্ত ফরম্যাটে সাকিবের অভিষেক হয়েছিল ২০০৬ সালে। এর দশ বছরের মাথায় ২০১৬ সালে ৫০ তম ম্যাচ খেলেছিলেন তিনি। আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ফলে মাঠে নামলেই পূরণ হবে টি-টোয়েন্টিতে ম্যাচ সংখ্যার সেঞ্চুরি।

 

বর্তমান ক্রিকেট দুনিয়ায় এই ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেটের মালিক সাকিব। এখন পর্যন্ত নিয়েছেন ১২১ উইকেট। ব্যাট হাতেও অনবদ্য তিনি। 

 

ব্যাট হাতে ৯৯টি টি-টোয়েন্টির ৯৮ ইনিংসে ১০টি হাফ-সেঞ্চুরিতে ২০১০ রান করেছেন অলরাউন্ডার সাকিব। তার ব্যাটিং গড় ২৩ দশমিক ১০ গড় এবং স্ট্রাইক রেট ১২০ দশমিক ৮৬। সাকিবের ৮৪ রানের ইনিংসটি সর্বোচ্চ। ২০১২ সালের বিশ্বকাপে পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে তিন নম্বরে ব্যাট হাতে নেমে ৫৪ বলে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন সাকিব।

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।