ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ: স্ট্যান্ড বাই তালিকায় সৌম্য-মৃত্যুঞ্জয়ের সঙ্গে রিপন-মুশফিক

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২ ২২:৩৩

সৌম্য সরকার (বামে) ও মৃত্যুঞ্জয় চৌধুরী (ডানে)। ফাইল ছবি সৌম্য সরকার (বামে) ও মৃত্যুঞ্জয় চৌধুরী (ডানে)। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে একই ফ্লাইটে দুজন ওয়েস্ট ইন্ডিজ গিয়েছেন। মজার বিষয় দুজনেরই কোনো বলার মতো পারফরম্যান্স নেই। আবার দুজনই এশিয়া কাপের বাংলাদেশ দলের আলোচনায়, ছকে ছিলেন। শেষ পর্যন্ত ভাগ্য শিঁকে ছিঁড়েনি সৌম্য সরকারের। অধিনায়ক সাকিব আল হাসানের অনুকম্পায় অফফর্মে থাকা সাব্বির রহমান এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন।

সৌম্যকে থাকতে হচ্ছে অপেক্ষায়। সোমবার নির্বাচকদের সূত্রে জানা গেছে, এশিয়া কাপের বাংলাদেশের দলের স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে বাঁহাতি এ ওপেনারকে। আমিরাতে কেউ ইনজুরির দুর্ভাগ্যে পড়লেই ডাক পড়বে সৌম্যর। স্ট্যান্ড বাই তালিকায় আরও আছেন উদীয়মান পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। ‘এ’ দলের হয়ে এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন এ বাঁহাতি অলরাউন্ডার।

২০২০ যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন মৃত্যুঞ্জয়। যদিও ইনজুরির কারণে বিশ্বকাপ পুরোটা খেলতে পারেননি। সেই ইনজুরি কাটিয়ে গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এ তরুণ। যার কারণেই নির্বাচকরা তাকে নজরে রেখেছেন। এইচপিতে অনুশীলনের পর এখন ‘এ’ দলে সুযোগ পেয়েছেন তিনি।

সৌম্য, মৃত্যুঞ্জয় ছাড়াও এশিয়া কাপের স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে আরও দুজন ক্রিকেটারকে। চলতি বছরের শুরুতে যুব বিশ্বকাপে খেলা পেসার রিপন মন্ডল, মুশফিক হাসান আছেন স্ট্যান্ডবাই তালিকায়।

এদিকে সূত্র জানিয়েছেন, এশিয়া কাপেই মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারতো। বিশেষ করে মাহমুদউল্লাহর বাদ পড়াটা প্রায় নিশ্চিতই ছিল। ভায়রা ভাইদের জন্য আর্শীবাদ হয়ে এসেছিল লিটন দাস, নুরুল হাসান সোহান ও ইয়াসির আলী রাব্বির ইনজুরি। 

তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার ইনজুরিতে থাকায় নিজেদের প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছেন মুশফিক-মাহমুদউল্লাহ।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।