ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

পাঁচ ম্যাচে তিনবার ম্যাচসেরা, আসামে লেগি শিহাবের ঝলক

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২ ০৭:০৩

সাইখ ইমতিয়াজ শিহাব৷ ছবি সংগৃহীত সাইখ ইমতিয়াজ শিহাব৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক:প্রাইম ব্যাংকের পৃষ্টপোষকতায় সবশেষ স্কুল ক্রিকেটে যে কয়েকজন আলো ছড়িয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ দলে তাদের একজন লেগ স্পিনার সাইখ ইমতিয়াজ শিহাব ৷ রংপুর শিশু নিকেতনের এই অধিনায়ক এবার বাজিমাত করেছেন প্রতিবেশী রাষ্ট্রেও৷ আসাম অনুর্ধ্ব-১৬ দলের বিপক্ষে খেলা ৫ ম্যাচের তিনটিতেই হয়েছেন ম্যাচ সেরা ৷ বাকি দুটিতেও ঘূর্ণি জাদু বজায় রেখেছেন দারুণভাবেই৷

লাল-সবুজের প্রতিনিধি হয়ে প্রথম সফরের প্রথম চারদিনের ম্যাচে দুই ইনিংস মিলে শিহাবের সংগ্রহ ছিল ৬ উইকেট৷ প্রথম ইনিংসে ১০ ওভারে ১৭ রান এবং দ্বিতীয় ইনিংসে ৯ ওভারে ৩৫ রান দিয়েছেন এই লেগ স্পিনার৷এসময়ে রান শূন্য ওভার ছিল মোট ৭টি৷ এমন পারফর্মেন্সে ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন তিনি৷

দ্বিতীয় চারদিনের ম্যাচেও কার্যকর ভূমিকা রাখা শিহাব দুই ইনিংস মিলে ১৯.৪ ওভারে খরচ করেছেন ২৮ রান৷ রান শূন্য ৯ ওভার সহ নিয়েছেন ৫ উইকেট৷

সাদা পোষাকের পর রঙিন পোষাকেও দাপুটে চরিত্র দেখিয়েছেন শিহাব৷ সিরিজের তিন ম্যাচের প্রথম দুটিতেই হয়েছেন ম্যাচের নায়ক৷ প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ২২ রান দিয়ে প্রতিপক্ষের তিন উইকেট যোগ করেছেন নিজের সংগ্রহশালায়৷ সেই ম্যাচে ৩ ওভারে কোন রান দেননি তিনি৷

দ্বিতীয় ম্যাচে ১০ ওভারে ৪৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট৷ এদিন রান শূন্য ওভারের সংখ্যা ছিল দুইটি৷

আগের ম্যাচে কিছুটা খরুচে বোলিং করা শিহাব তৃতীয় ম্যাচে ফিরে এসেছেন ভালেভাবেই৷ ম্যাচে ৯ ওভার বোলিং করে দিয়েছেন ২৫ রান৷ বল হাতে নিয়েছেন ৪ উইকেট৷

প্রথম সফরের ৫ ম্যাচে শিহাবের সংগ্রহ মোট ২১ উইকেট ৷ বাংলার ক্রিকেটে লেগ স্পিনারের অভাব কতটা দূর করতে পারবে এই বোলার তার উত্তর ভবিষ্যতের জন্য তুলে রাখাই শ্রেয়৷

 


-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।