ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপের আগে মিরপুরে দুটি প্রস্তুতি ম্যাচ

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২ ০৫:৩৫

বাংলাদেশ ক্রিকেট দল৷ ছবি সংগৃহীত বাংলাদেশ ক্রিকেট দল৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে শনিবার। সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে প্রস্তুতির খুব বেশি সময় পাচ্ছে না বাংলাদেশ দল। দলগত অনুশীলন হতে পারে কয়েকদিন।


প্রাথমিক পরিকল্পনায় মিরপুর স্টেডিয়ামে টাইগারদের জন্য দুটি প্রস্তুতি ম্যাচের সূচি চূড়ান্ত করা হয়েছে। আমিরাতের বিমানে চড়ার আগে আগামী ২০ ও ২২ আগস্ট দুই প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। রোববার জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।


মূলত জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যরা সবাই ঢাকায় আসার পরই দলগত অনুশীলন হবে। জানা গেছে, আগামী ১৯ আগস্ট ঢাকায় ফিরবেন হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও স্পিন কোচ রঙ্গনা হেরাথ। ব্যাটিং কোচ জেমি সিডন্স, ফিল্ডিং কোচ ম্যাকডারমট জিম্বাবুয়ে থেকে দলের সঙ্গে ঢাকায় ফিরেছেন।


জানা গেছে, আগামী ২৩ আগস্ট এশিয়া কাপ খেলতে দেশ ছাড়বে সাকিব আল হাসানের দল। ৩০ আগস্ট শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম পর্বে 'বি' গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে অন্তত একটি ম্যাচ জিততেই হবে সাকিবদের।
'এ' গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান ও বাছাই পর্ব থেকে উঠে আসা একটি দল।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।