ঢাকা | বুধবার, ১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাকিবের নেতৃত্বের প্রত্যাবর্তনে রিয়াদের জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২২ ১৭:৪৭

সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ ৷ ছবি সংগৃহীত সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে যে উত্তাল ঢেউ বয়ে চলেছিল তা এখন শান্ত৷ স্বস্তির খবর গতকাল সন্ধ্যায় জেনেছে সবাই৷ বেটউইনারের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান৷ ফলে এশিয়া কাপের দল ঘোষণা এবং টি-টোয়েন্টি নেতৃত্বে সাকিবের প্রত্যাবর্তন সময়ের ব্যাপার মাত্র৷ তবে সাকিবের দায়িত্ব পাওয়ার দিনে সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই৷ শেষ মুহূর্ত্বে সিদ্ধান্তে বড়সড় পরিবর্তন না আসলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী হলফ করে বলা যায় রিয়াদকে ছাড়াই ঘোষণা হবে এশিয়া কাপ স্কোয়াড৷

রিয়াদের সাম্প্রতিক পারফর্ম্যান্স আস্থা অর্জনে ব্যর্থ নির্বাচকদের৷ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের ভাষ্যতে এশিয়া কাপে এই ডানহাতি ব্যাটারও ছিলেন অধিনায়কের ভাবনায়৷ তবে সাকিব থাকাকালীন অন্য কারও নেতৃত্ব পাওয়া হয়ে উঠেছে দূরূহ বিষয়৷

রিয়াদের নেতৃত্ব প্রসঙ্গে দেশের এক গণমাধ্যমকে বিসিবির কর্মকর্তা বলেছেন, ‘একজন ক্রিকেটার টিমে থাকলে তো অধিনায়ক হওয়ার প্রশ্ন আসবে। মাহমুদউল্লাহর পারফরম্যান্স দেখেছেন। আমরা নতুনদের খুঁজছি।’

স্পষ্ট রূপ নিয়েছে নেতৃত্ব পাচ্ছেন না রিয়াদ৷ এছাড়াও দলে থাকার সম্ভাবনা নেই খুব একটা৷ ইনজুরির কারনে লিটন,সোহান,রাব্বির ছিটকে যাওয়ায় হতে পারতো রিয়াদের সুযোগ৷ তবে আলোচনায় সৌম্য, সাব্বিরের নাম নতুন করে যোগ হওয়ায় দল ঘোষণা পর্যন্তই অপেক্ষা করা শ্রেয়৷

চলতি মাসের ২৭ তারিখে শুরু হবে এশিয়া কাপের এবারের আসর৷ এছাড়াও ২০ তারিখে ওমানে বসবে চার দলের বাছাইপর্ব৷ যেখান থেকে একটি দল খেলবে মূল পর্বে৷ বাংলাদেশের প্রথম খেলা ৩০ তারিখে, প্রতিপক্ষ আফগানিস্তান৷

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।