ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

চোটের সমাধানে সোহানকে সিঙ্গাপুর পাঠাচ্ছে বিসিবি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ আগস্ট ২০২২ ০১:১৬

নুরুল হাসান সোহান। ছবি সংগৃহীত নুরুল হাসান সোহান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ দেশের অষ্টম টি-টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আঙুলে চোট পাওয়ায় খেলেননি তৃতীয় ম্যাচ। এছাড়াও খেলা হবেনা ওডিআই সিরিজ। ফলে চলতি মাসের প্রথমদিনেই দেশে ফিরেছিলেন এই উইকেট রক্ষক ব্যাটার। এবার আঙুলের চিকিৎসায় সোহানকে সিঙ্গাপুর পাঠাচ্ছে বিসিবি। 

 

সোহানের ইনজুরির পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল সেরে উঠতে সময় লাগবে প্রায় ৩ সপ্তাহ। 

দেশের এক গণমাধ্যমে সোহান বলেন, 'সিঙ্গাপুর যাব। ভিসা প্রসেসিং চলছে। অপারেশন না লাগতে পারে, আশা করি এশিয়া কাপের আগে ঠিক হব।'

আরও পড়ুনঃ শেখ কামাল ক্রীড়া পুরস্কার পাচ্ছেন লিটন, শরিফুল

সোহানের সঙ্গী হবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সিঙ্গাপুরের র‌্যাফেলস হাসপাতালে চিকিৎসক দেখানোর কথা রয়েছে। সোহানের অস্ত্রোপচার লাগবে কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।  

অস্ত্রোপচার প্রসঙ্গে দেবাশীষ বলেন, 'আমরা ইংল্যান্ডের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি। কেউ অস্ত্রোপচারের পক্ষে আবার কেউ না। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি।'

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।