ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

পারফরম্যান্সের পুরস্কারে বেড়েছে ম্যাচ সংখ্যা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০২২ ০৬:১৬

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি সংগৃহীত বাংলাদেশ ক্রিকেট দল। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে দুই ফরম্যাটেই বাংলাদেশ ক্রিকেট দল খুব একটা প্রভাব বিস্তার করতে না পারলেও কঠিন প্রতিপক্ষ ওয়ানডে ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জয়ের পর উইন্ডিজকে হোয়াইটওয়াশ অবশ্যই গর্বের। উইন্ডিজের বিপক্ষে ৩-০ তে সিরিজ জয়ের আনন্দের সাথে যোগ হয়েছে আইসিসির আগামী চার বছরের ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) অন্য সবার চেয়ে বাংলাদেশের  বেশি ম্যাচ খেলার সুযোগ। 

 

এফটিপিতে বাংলাদেশের ম্যাচ বাড়ানো প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'আইসিসিতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ দেশ হিসেবেই গণ্য হয়। তবে এর পেছনে কিন্তু বোর্ড নয়, দলের পারফরম্যান্সই মূল। বাংলাদেশের ক্রিকেট যেহেতু এখন ভালো করছে, সেজন্যই সবাই আগ্রহ প্রকাশ করছে।'

আরও পড়ুনঃ বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের চূড়ান্ত সূচি ঘোষণা

পাপন আরও বলেন, আগে সবাই আমাদের এখানে এসে খেলতে চাইত। তাদের দেশে নিতে চাইত না। ওরা ধরে নিত দর্শকরা বাংলাদেশের খেলা দেখবে না। এখন আমাদের এখানে আসতে চায় না, ওদের দেশে ডাকছে। এটা ইতিবাচক সংকেত। আমরাও শিখতে পারব, আমাদের জন্যও ভালো হবে। আমরা তো বাইরে গিয়ে এত খেলা খেলিনি।

জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে দেখা যায় আগামী চার বছরে বাংলাদেশ সব মিলে ১৪৪ টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। যেখানে ইংল্যান্ড আসবে বাংলাদেশ সফরে এবং বাংলাদেশ করবে অস্ট্রেলিয়া সফর। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।