ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের চূড়ান্ত সূচি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২০ জুলাই ২০২২ ০৬:১৫

শেষবার হারারেতে দুর্দান্ত এক শতক হাঁকান লিটন দাস। ফাইল ছবি শেষবার হারারেতে দুর্দান্ত এক শতক হাঁকান লিটন দাস। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে আগামীকাল বাংলাদেশের ক্রিকেটারদের একাংশ দেশে ফিরছেন। দীর্ঘ ভ্রমণের পর বুধবার বিকেল ৫টায় ঢাকায় নামবেন তারা। পরে বৃহস্পতিবার একই সময়ে ক্রিকেটারদের দ্বিতীয় গ্রুপ দেশে পৌঁছাবে।

টাইগাররা ঢাকায় আসার আগেই চূড়ান্ত হয়ে গেছে জিম্বাবুয়ে সফরের সূচি। মঙ্গলবার বাংলাদেশ দলের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজের সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সংবাদমাধ্যমকে এই সূচি জানিয়েছে বিসিবি।

জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে আগামী সপ্তাহেই উড়াল দিবে বাংলাদেশ দল। এই সফরে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি করে টি-২০ ও ওয়ানডে খেলবে টাইগাররা।

সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। সূচি অনুযায়ী আগামী ৩০, ৩১ জুলাই ও ২ আগস্ট তিন টি-২০ তে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

আরও পড়ুনঃশফিকের শতকে জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান

পরে ৫, ৭ ও ১০ আগস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। প্রত্যেকটি ওয়ানডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

সম্প্রতি ঘরের মাঠে আফগানিস্তানের কাছে সীমিত ওভারের দুই ফরম্যাটে সিরিজ হেরেছিল জিম্বাবুয়ে। তাই এই সিরিজে শতভাগ জয়ের চাপে থাকবে বাংলাদেশ দল। কারণ হারলেই সমালোচনার ঢেউ উঠবে ক্রিকেটাঙ্গনে।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।