ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আগে ঘরের মাঠে ধারাবাহিক হতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৮ জুন ২০২২ ২১:৩৮

সাকিব আল হাসান। ফাইল ছবি সাকিব আল হাসান। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ গত কয়েক মাসে টানা টেস্ট ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল। বলার অপেক্ষা রাখে না, টেস্টে ধারাবাহিকভাবে ব্যর্থ টাইগাররা। দক্ষিণ আফ্রিকা সফর, শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ এবং সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ।

সঙ্গত কারণেই টেস্টের ব্যর্থতা, উন্নতি নিয়ে আলোচনা, সমালোচনার অন্ত নেই। ক্রিকেট প্রেমীরাও হতাশ দলের পারফরম্যান্সে। সেন্ট লুসিয়ায় ১০ উইকেটে হারের পর অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, এ ফরম্যাটে উন্নতি করতে হলে আগে ঘরের মাঠে ধারাবাহিক হতে হবে। না জিতলেও ড্র করতে হবে, হারের সংখ্যা কমাতে হবে হোমে।

গতকাল ম্যাচ শেষে সাকিব বলেছেন, ‘দেশে যেন আমরা ভালো খেলি টেস্ট ম্যাচ ধারাবাহিকভাবে। আপনাকে আগে ঘরে ভালো খেলা নিশ্চিত করতে হবে, তখন আপনি যখন দুইটা অ্যাওয়ে সিরিজ খেলে একটাতে খারাপ করবেন সেটা আসলে চোখে ধরবে না। তো এই কারণে আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেন আমরা ঘরের মাঠে ভালো খেলি।’

চিন্তাগত কিছু পরিবর্তনের কথাও বলেছেন সাকিব। বাংলাদেশের পরের টেস্ট ম্যাচ ৫ মাস পর, ভারতের বিরুদ্ধে হোমে। এই সময়ে টেস্টের বিশেষজ্ঞ খেলোয়াড়দের নিয়ে নিয়মিত কাজ দেখতে চান অধিনায়ক।

তিনি বলেছেন, ‘আমাদের বেশকিছু জায়গায় পরিবর্তন আনতে হবে, তার আগে আমাদের নিজেদের চিন্তাগত পরিবর্তন আনাটাও খুব জরুরী। সেই জায়গাগুলো নিয়ে কাজ করার আছে। যেহেতু এখনো হাতে ৫ মাসের মতো (পরবর্তী টেস্ট সিরিজ) সময় আছে, তো সবাই বসে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গুলো দেয়া যাবে বলে আমি মনে করি। এতো আগে প্ল্যান করে সফল হওয়া যাবে বলে আমার মনে হয় না।’

বিদেশের মাটিতে বাজে রেজাল্টকে গুরুত্ব না দিলেও সাকিব বারবার বলেছেন, দেশের মাটিতে ধারাবাহিক হওয়ার বিষয়টি নিশ্চিত করতেই হবে।

বাঁহাতি এ অলরাউন্ডার বলেন, ‘একটা জিনিস নিশ্চিত করতে হবে, আমরা যেন ঘরের মাঠে না হারি। হয় আমরাও ড্র করব না হলে জিতব। এই উন্নতিটা যদি হয়, আমাদের হয়তো অনেক দূরে নিয়ে যাবে বাইরের পারফরম্যান্স গুলো। নাও যেতে পারি কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটটা খেলব, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সেজন্য আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যে দেশের সিরিজগুলোতে খুব ভালো করে খেলি, আমরা নিশ্চিত করি। হারবো না বলাটা নেতিবাচক শোনায় কিন্তু, আমরা যেন জিতি, না জিতলেই সিরিজটা যেন ড্র ছাড়া অন্য কোনো ফলাফল না হয়।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।