ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ, পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করলো নিউজিল্যান্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৮ জুন ২০২২ ২১:২০

ত্রিদেশীয় সিরিজ৷ ছবি সংগৃহীত ত্রিদেশীয় সিরিজ৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজে খেলবে বাংলাদেশ। সিরিজের অপর দল পাকিস্তান। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এই সিরিজ আয়োজন করছে।


উপমহাদেশের দুই দেশ প্রস্তাব পাওয়ার সাথে সাথেই সিরিজ খেলতে সম্মতি দিয়েছিল। গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি রমিজ রাজা ত্রিদেশীয় সিরিজে দেশটির অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছিলেন।


এবার সিরিজের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দুই বার করে খেলবে। সেরা দুই মুখোমুখি হবে ফাইনালে। বিশ্বকাপের আগে যা তিন দলের জন্যই ভালো প্রস্তুতি হবে।

ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৮ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ সময় সকাল ৯ টায় শুরু হবে ম্যাচটি। ১০ ও ১৩ অক্টোবর নিউজিল্যান্ড এবং ১৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে টাইগাররা। ফাইনাল হবে ১৫ অক্টোবর। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।


এই সিরিজের আগে বিশ^কাপ প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ক্যাম্প করবে বাংলাদেশ। ক্যাম্প শেষে ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

ত্রিদেশীয় সিরিজের সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)


বাংলাদেশ - পাকিস্তান (৮ অক্টোবর, সকাল ৯টা)
নিউজিল্যান্ড - পাকিস্তান (৯ অক্টোবর, দুপুর ১টা)
নিউজিল্যান্ড - বাংলাদেশ (১০ অক্টোবর, দুপুর ১টা)
নিউজিল্যান্ড - পাকিস্তান (১২ অক্টোবর, সকাল ৯টা)
নিউজিল্যান্ড - বাংলাদেশ (১৩ অক্টোবর, সকাল ৯টা)
বাংলাদেশ - পাকিস্তান (১৪ অক্টোবর, সকাল ৯টা)
ফাইনাল (১৫ অক্টোবর, সকাল ৯টা)

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।