ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

থেমেছে বৃষ্টি, চর্তুথ দিনে গড়াবে ‘৩৮’ ওভার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২২ ১১:০০

মাঠ শুকানোর কাজ চলছে। ছবি: গেটি ইমেজ মাঠ শুকানোর কাজ চলছে। ছবি: গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনের, তৃতীয় সেশনেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটা নিয়ে নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে আরো একটি হার উপহার দিতে, স্বাগতিকদেএ প্রয়োজন বড়জোড় আর একটি সেশন। সেই কাজটা চর্তুথ দিনের প্রথম সেশনেই হতে পারত। যদি না চর্তুথ দিনে এসে বাধ সাধত সেন্ট লুসিয়ার বেরসিক বৃষ্টি।

সেন্ট লুসিয়া টেস্টের চর্তুথ দিনে খেলা মাঠে গড়ানোর আগেই শুরু হয় বৃষ্টি। যার কারণে দিনের প্রথম সেশনের পুরোটাই যায় বৃষ্টির পেটে। এরপর মাঠ ভেজা থাকায়, দফায় দফায় চেষ্টা করেও হয়নি কোন লাভ। এর আগে অবশ্য ক্যারিয়ার পেসার কেমার রোচ হুমকি দিয়েছিলেন, সাত সকালেই বাংলাদেশকে গুটিয়ে দেওয়ার। তবে বৃষ্টি বাগড়ায় বাংলাদেশকে ইনিংস হারের লজ্জায় ফেলতে রোচদের অপেক্ষায় থাকতে হচ্ছে দিনের শেষটা পর্যন্তই।

উল্লেখ্য, সেন্ট লুসিয়া টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ভরাডুবি হয়েছে বাংলাদেশ। ক্যারিবীয়দের চেয়ে ১৭২ রানে পিছিয়ে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ ধুঁকছে কেমার রোচদের দাপটে। তৃতীয় দিনেই হার উঁকি দেওয়া বাংলাদেশ তুলতে পেরেছে ১৩২ রান। হারিয়েছে ৬ উইকেট। ইনিংস হারের লজ্জা এড়াতে বাংলাদেশের প্রয়োজন এখনও ৪২ রান। ১৬ রানে অপরাজিত থাকা নুরুল হাসান সোহান চর্তুথ দিনের শুরু করবেন মেহেদী মিরাজকে নিয়ে। 

এদিকে সবশেষ তথ্য অনুযায়ী, সেন্ট লুসিয়ায় থেমেছে বৃষ্টি। জোরকদমে চলছে মাঠ প্রস্তুতির কাজ। বৃষ্টি আর বাধা হয়ে না দাঁড়ালে, চর্তুথ দিনের খেলা শুরু হবে স্থানীয় সময় দুপুর তিনটায় (বাংলাদেশ সময় রাত ১টা)। চর্তুথ দিনে মাঠে গড়াবে মোট ৩৮ ওভার। চলবে বিকেল ৬টা পর্যন্ত (বাংলাদেশ সময় ভোররাত ৪টা)। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।