ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

খালেদের প্রথম ৫ উইকেট, ওয়েস্ট ইন্ডিজ ৪০৮

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৭ জুন ২০২২ ১০:৪৪

খালেদ আহমেদ৷ ছবি সংগৃহীত খালেদ আহমেদ৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টে প্রাণান্তকর চেষ্টার পর প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করতে সমর্থ হয়েছে বাংলাদেশ। খালেদ আহমেদের বোলিং তোপে ৪০৮ রানে থেমে ক্যারিবিয়ানরা। ১২৬.৩ ওভার ব্যাট করেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ১৭৪ রানের লিড পেয়েছে তারা।


টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট পেয়েছেন খালেদ। ১০৬ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন ডানহাতি এ পেসার। ড্যারেন স্যামি স্টেডিয়ামে ৩১.৩ ওভার বোলিং করেছেন তিনি। চলতি বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুইয়ে ৪৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন এবাদত হোসেন।


রোববার ম্যাচের তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ৬৮ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে ক্যারিবিয়ানরা। দিনের দ্বিতীয় ওভারে জশুয়া দা সিলভাকে এলবির ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। জশুয়া ৯ রান করেন। তারপরই সেন্ট লুসিয়ায় নামে বৃষ্টি। পরে বৃষ্টি থেমে খেলা শুরু হলে আলজারি জোসেফকে (৬) লিটনের ক্যাচ বানান খালেদ।


বাংলাদেশের গলার কাঁটা কাইল মেয়ার্সকেও ফেরান এই ডানহাতি পেসার। ১৪৬ রান (১৮ চার, ২ ছয়) করে শরীফুলের হাতে ধরা পড়েন মেয়ার্স। অ্যান্ডারসন ফিলিপকে (৯) ফেরান শরীফুল। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। উইকেটের পেছনে ক্যাচ দেন অ্যান্ডারসন ফিলিপ।


পরে জেডেন সিলসকে আউট করে ৫ উইকেট পূর্ণ করেন খালেদ। রোচ ১৮ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের খালেদ ৫টি, শরীফুল ২টি, মিরাজ ৩টি উইকেট নেন।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।