ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মিডিয়ায় ছড়াচ্ছে বিভ্রান্তি, নিজেই সিদ্ধান্ত জানানোর প্রতিশ্রুতি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ জুন ২০২২ ০৪:১৪

তামিম ইকবাল । ছবি সংগৃহীত তামিম ইকবাল । ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে চরম ধোঁয়াশাপূর্ণ অবস্থানের মাঝে গণমাধ্যমে তাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তামিম ইকবাল। টি-টোয়েন্টি নিয়ে বিসিসির সঙ্গে কয়েকদফা আলোচনার খবর দিয়ে তামিম জানিয়েছেন, বোর্ডকে নিয়ে তিনি কোন প্রশ্ন তুলেননি।

বিপিএল চলাকালীন গত জানুয়ারি মাসে টি-টোয়েন্টি থেকে ৬ মাসের বিরতিতে যান তামিম। তার আগে ২০২০ সালের মার্চ থেকেই অবশ্য তিনি বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলছিলেন না। এই অবস্থায় তার বিরতি সংক্ষিপ্ত সংস্করণটিতে তার ক্যারিয়ারের ইতির আভাসই দিচ্ছিল।


বিরতির ছয় মাস শেষ হওয়ার সময় ঘনিয়ে এলে বিসিবি সভাপতি নাজমুল হাসান ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়ে আসছেন, তামিমের টি-টোয়েন্টিতে ফেরার সম্ভাবনা কম।

গত রোববার ঢাকায় একটি অনুষ্ঠানে তামিমের কাছে টি-টোয়েন্টি নিয়ে পরিকল্পনা জানতে এক সাংবাদিক প্রশ্ন করেন। তামিমের জবাবটি ছিল অস্পষ্ট ও রহস্যপূর্ণ, 'টি-টোয়েন্টি নিয়ে আমার যে প্ল্যান, সেটা তো আমাকে বলার সুযোগই দেওয়া হয় না। হয় আপনারা (মিডিয়া) বলে দেন, নয়তো অন্য কেউ বলে দেয়। তো এভাবেই চলতে থাকুক। আমাকে তো বলার সুযোগ দেওয়া হয় না। এতদিন ধরে আমি ক্রিকেট খেলি, এটা ডিজার্ভ করি যে আমি কী চিন্তা করি না করি, এটা আমার মুখ থেকে শোনা। কিন্তু হয় আপনারা কোনো ধারণা দিয়ে দেন, নয়তো অন্য কেউ এসে বলে দেয়। যখন বলেই দেয়, তখন আমার তো কিছু বলার নেই

গণমাধ্যমের বাইরে অন্য কেউ বলতে বিসিবির দিকে ইঙ্গিত যাচ্ছিল। এই ব্যাপারে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলাপে বোর্ড প্রধান বলেন, 'এটা একদম মিথ্যা কথা (টি২০ নিয়ে তামিম যা বলেছে) আমি তাকে বাসায় ডেকে টি-টোয়েন্টি খেলতে বলেছিলাম। অন্য বোর্ড পরিচালকরাও কথা বলেছিলেন, সে জানিয়েছিল সে আর টি-টোয়েন্টি খেলতে চায় না।'

সোমবার রাতের ফ্লাইটে ওয়েস্ট ইন্ডিজের যাত্রা করা তামিম দুপুরে তার ফেসবুকে এই বিষয়ে লিখেছেন, ;আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে একটি কথার সূত্র ধরে অনেকে বিভ্রান্ত হচ্ছেন বা মিডিয়ায় কিছু বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দেখতে পাচ্ছি। দুই দিন আগে একটি অনুষ্ঠানে আমি স্পষ্ট করে বলেছি, আমার ঘোষণা আমি দেওয়ার সুযোগ পাচ্ছি না, অন্যরাই নানা কিছু বলে দিচ্ছে। এখানে বোর্ড কমিউনিকেট করেনি বা তাদের সঙ্গে যোগাযোগ হয়নি, এরকম কোনো কথা আমি একবারও বলিনি।'


'বোর্ড থেকে কয়েকবারই আমার সঙ্গে আলোচনা করেছে টি-টোয়েন্টি নিয়ে। আমি ৬ মাসের বিরতি নিয়েছি বোর্ডের সঙ্গে আলোচনা করে। এরপরও বোর্ডের সঙ্গে কথা হয়েছে কয়েক দফায়। এটা নিয়ে কোনো প্রশ্ন আমি কখনোই তুলিনি।'

তামিম জানান, এখনো চূড়ান্ত কিছু বলার সময় তার হয়নি। পুরো ছয়মাস শেষ হওয়ার আগে নানান কথাবার্তা তার জন্য দুঃখজনক, 'সময় হলে আমার সিদ্ধান্ত নিশ্চয়ই আমি জানাব। ৬ মাস হতে তো এখনও দেড় মাসের বেশি বাকি। কিন্তু সেই সময়টার অপেক্ষা কেউ করছে না। এটাই দুঃখজনক।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।