ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

টি-টুয়েন্টি প্রসঙ্গে মিথ্যাচার করেছে তামিম: পাপন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ জুন ২০২২ ১৯:২৯

তামিম ইকবাল৷ ছবি সংগৃহীত তামিম ইকবাল৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: দীর্ঘসময় জাতীয় দলের সংক্ষিপ্ত ফরম্যাটে না থাকায় স্বাভাবিকভাবেই বেড়েছে আলোচনা৷ অলিখিত বিদায় নাকি আরও ফিরবেন তামিম তা নিয়ে রয়েছে যথেষ্ঠ ধোয়াশা৷ এদিকে এক প্রকার তাকে ছাড়াই কুড়ি ওভারের দল সাজাচ্ছে বাংলাদেশ।

তামিমের টি-টুয়েন্টি প্রসঙ্গ আরেকবার সামনে আসার মূল করান ছয় মাসের ছুটি চেয়েছিলেন তিনি৷ ছয় মাসের ছুটি বাকি নেই খুব বেশিদিন৷ এখন নিজের পরিকল্পনা কি এমন প্রশ্নে তামিমের জবাব ছিল, আমি পরিকল্পনা জানানোর সুযোগ পাইনা৷

তামিম বলছিলেন, ‘টি-টোয়েন্টি নিয়ে যে পরিকল্পনা আমার, আমাকে তো বলার সুযোগই দেওয়া হয় না। আমার মনে হয় এতটুক আমি ডিজার্ভ করি যে আমি কি চিন্তা করি না চিন্তা করি এটা আমার মুখ থেকে শোনা।’

তামিমের এ বক্তব্যকে মিথ্যা বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এক সাক্ষাৎকারে পাপন জানিয়েছেন, তামিমের সঙ্গে অন্তত চারবার টি-টোয়েন্টি নিয়ে আলোচনা হয়েছে তারা।

পাপন বলেছেন, ‘এটি পুরোপুরি মিথ্যা (যে আমরা তার সঙ্গে টি-টোয়েন্টি নিয়ে কথা বলিনি)। আমি ওকে অন্তত চারবার বাসায় ডেকেছি এবং টি-টোয়েন্টি খেলতে অনুরোধ করেছি। বোর্ডের অন্যরাও এ বিষয়ে ওর সঙ্গে কথা বলেছে। এখন দেখুন ও কী বলছে!’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।