ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মিরপুরে ওয়ানডে মেজাজে টেস্ট খেলছেন লঙ্কানরা

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২২ ০১:০৭

বাংলাদেশ ও শ্রীলংকা৷ ফাইল ছবি বাংলাদেশ ও শ্রীলংকা৷ ফাইল ছবি

বল হাতে বাংলাদেশের হয়ে ওপেন করেন খালেদ আহমেদ। লঙ্কানদের ইনিংসের প্রথম ওভারেই উইকেটের সম্ভাবনা জাগান এই পেসার। প্রথম ওভারের ষষ্ঠ বলে ওশানে ফার্নান্দোর বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করে বাংলাদেশ। আর তাতে সাড়া দেন আম্পায়ারও। কিন্তু এ যাত্রায় রিভিও নিয়ে বেঁচে যান এই ওপেনার।

লাঞ্চ বিরতির পর প্রথম ঘন্টায় দুর্দান্ত ব্যাটিং করেছেন দুই লঙ্কান ওপেনার। সাকিব আল হাসানের বিপক্ষে কিছুটা রক্ষণাত্মক কৌশলে খেললেও বাকি বোলারদের বিপক্ষে ব্যাট চালাচ্ছেন ওয়ানডে মেজাজে। ইতোমধ্যে উদ্বোধনী জুটিতে পঞ্চাশ পেরিয়েছে লঙ্কানরা।

লঙ্কানদের ইনিংসের ১৫তম ওভারে বোলিংয়ে ছিলেন তাইজুল ইসলাম। এই ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে পড়ে ওশানের পায়ে আঘাত হানে এবং লেগ বিফোরের অবেদন করেন বাংলাদেশের ফিল্ডাররা। কিন্তু তাতে সাড়া দেননি আম্পায়ার। তবে রিভিও নেন মুমিনুল হক। কিন্তু তাতেও কাজ হয়নি। কারণ বলের হিটিং ছিল আম্পায়ার্স কল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ বিনা উইকেটে ৮১ রান৷ 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।