ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ থেকে অভিজ্ঞতা নিয়ে কাজে ফিরব: আইসিসি প্রধান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২২ ০৮:৫৪

সংবাদ সম্মেলনে বিসিব প্রধান ও আইসিসি প্রধান৷ ছবি সংগৃহীত সংবাদ সম্মেলনে বিসিব প্রধান ও আইসিসি প্রধান৷ ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক: আইপিএলের ফাইনাল দেখার উদ্দেশ্য নিয়ে এই উপমহাদেশে এসেছেন আইসিসি প্রধান গ্রেগ বার্কলে৷ দুই দিনের সফরে গতকাল পা রেখেছিলেন চির সবুজ বাংলায়৷

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত পরিকল্পনায় মুগ্ধ হয়েছে বার্কলে৷ শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনের পরে সোমবার দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে৷ মিরপুর হোম অফ ক্রিকেটে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে খেলা দেখেছেন বাংলাদেশ-শ্রীলংকা দ্বিতীয় টেস্টের প্রথম দিন৷

নিজের বাংলাদেশ সফর ফলপ্রসু হয়েছে জানিয়ে ধন্যবাদ দিয়েছেন টাইগার ক্রিকেট বোর্ডকে। সংবাদ সম্মলেন গ্রেগ বলেন, ‘বাংলাদেশে দারুণ দুইটা দিন কেটেছে। আমি হোস্টদেরও ধন্যবাদ জানাতে চাই। খুবই ফলদায়ক সময় কেটেছে। আমি অনেককে দেখেছি, এটা আমার জন্য খুব কাজের ছিল। বেশ কিছু অভিজ্ঞতাও হয়েছে৷ আমি অনেক কিছু নিয়ে আইসিসিতে ফিরব।

মিরপুরে সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘আমি নিশ্চিত গ্রেগের আমাদের দেশে আসা আমাদের অনেক অনুপ্রাণিত করবে। শুধু বোর্ডকে নয়, ক্রিকেটারদেরও। গ্রেগ সিলেটের ভেন্যু খুব পছন্দ করেছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাও তার অনেক পছন্দ হয়েছে। আমি তাকে বাংলাদেশে আসার জন্য ধন্যবাদ জানাই।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।