ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মিরপুরে টস জয় মানসিক প্রশান্তির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মে ২০২২ ১২:১৮

বাংলাদেশ ও শ্রীলংকা৷ ফাইল ছবি বাংলাদেশ ও শ্রীলংকা৷ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটে সুপরিচিত মাঠের তালিকায় রয়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম৷ সাগরীকার বাইশ গজ ব্যাটিং স্বর্গ হিসেবে সুনাম কুড়ালেও মিরপুরের পিচে রাজত্ব বোলারদের৷ বিশেষ করে স্পিনারদের৷ টেস্ট ক্রিকেটের পাঁচ দিনের লড়াইয়ে শেষ দুইদিন অর্থ্যাৎ চতুর্থ ও পঞ্চমদিনে সাবলীল ব্যাটিং দেখা যায়নি শেষ পাঁচ টেস্টে৷

আভিজাত্যের ফরম্যাটে ঘরের মাঠে কখনো শ্রীলংকা বধের ইতিহাস তৈরী করতে পারেনি টিম টাইগার৷ চলতি সিরিজে এমন অনন্য কিছুর গল্প লিখতে দারুণ আগ্রহী মুমিনুলের নেতৃত্বে পুরো৷ তবে কোন প্রকার ছাড় দিতে রাজি নয় সফরকারীরা৷

মিরপুর টেস্টে টেস্ট জয় অধিনায়ক তথা দলের জন্য প্রশান্তির৷ সর্বশেষ পাঁচ টেস্টে টস জয়ী দল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে হাসি মুখেই৷ চারটিতে জয়ের বিপরীতে হার রয়েছে একটিতে৷ এছাড়াও রান তাড়া করতে নেমে শেষ পাঁচ ম্যাচে দুইবার ইনিংস ব্যবধানে পরাজয়ের রেরর্ড রয়েছে দলগুলোর৷

মিরপুরে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও শ্রীলংকার দ্বিতীয় ও শেষ টেস্টে টস জয়ী অধিনায়ক হাসিমুখেই যে ব্যাটিং নিবে তা বলার অপেক্ষা রাখে না৷ তাই লংঙ্কান বধের অনেক কিছুই নির্ভর করছে টসের উপর৷ যদিও ক্রিকেট অনিশ্চিতের খেলা তবে মিরপুরের পরিসংখ্যান এগিয়ে রাখছে প্রথমে ব্যাট করা দলকেই৷ 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।