ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মিঠুনের নেতৃত্বে বিসিবি একাদশে বিজয়

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৮ মে ২০২২ ০৪:৪৪

মোহাম্মদ মিঠুন ও এনামুল হক বিজয়৷ ছবি সংগৃহীত মোহাম্মদ মিঠুন ও এনামুল হক বিজয়৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: দেশজুড়ে চলছে জরুরী অবস্থা। অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় অস্থিরতা কাটছেই না। এসবের মধ্য দিয়েই নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বিসিবি থেকে জানা গেছে, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামীকাল সকাল সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছে যাবে দিমুথ করুনারত্নের দল।


ঢাকায় এসে আগামী ৯ মে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করবে সফরকারী দল। আগামী ১০-১১ মে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। যেখানে তাদের প্রতিপক্ষ বিসিবি একাদশ। শনিবার মোহাম্মদ মিঠুনকে অধিনায়ক করে বিসিবি একাদশ ঘোষণা করেছে বিসিবি।


দলে সুযোগ পেয়েছেন টেস্ট দল থেকে বাদ পড়া সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী। ঢাকা প্রিমিয়ার লিগের পারফরমার এনামুল হক বিজয়ের ঠাঁই হয়েছে দলে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত বাংলাদেশের টেস্ট দল থেকে শুধু মোসাদ্দেক হোসেন সৈকতই আছেন বিসিবি একাদশে।


এদিকে আগামীকাল সন্ধ্যার পর চট্টগ্রামে যাবে বাংলাদেশ দল। পরদিন সাগরিকায় টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবে মুমিনুল বাহিনী।
বিসিবি একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, এনামুল হক, মুশফিক হাসান, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান ও আবু জায়েদ রাহী।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।