ঢাকা | শনিবার, ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রিভিউ জট কাটছে না বাংলাদেশের

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২২ ০৫:০৩

দ্বিতীয় টেস্টেও রিভিউ ব্যর্থতার প্রমাণ দিয়েছে কাপ্তান মমিনুল। ছবি: ফেসবুক দ্বিতীয় টেস্টেও রিভিউ ব্যর্থতার প্রমাণ দিয়েছে কাপ্তান মমিনুল। ছবি: ফেসবুক

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট সাদা পোষাকে যতটা পিছিয়ে ঠিক তার থেকেও বেশি পিছিয়ে হয়তো রিভিউ নেওয়ার ক্ষেত্রে। রিভিউ সমস্যা নতুন কিছু নয়। আফ্রিকায় প্রথম টেস্টের মত দ্বিতীয় টেস্টেও আবেদনে ব্যর্থতার প্রমাণ দিয়েছে কাপ্তান মমিনুল। তবে শুধু মাত্র মমিনুলের দোষ দিলে কাজটি মোটেও ভালো হবে না। কারন রিভিউ নিতে অধিনায়ককে অনেকটা সাহায্য করে উইকেট রক্ষক। 

পোর্ট এলিজাবেথে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক ডিন এলগার। প্রথম সেশনের তৃতীয় ওভারে খালেদের স্বীকার হতে পারতো আফ্রিকান ওপেনার সারেল এরউইকে। তবে জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেওয়ার জন্য খালেদ নিজে কিছুটা মত প্রকাশ করেন। তবে যখন রিভিউ নিলেন ততক্ষনে সময় শেষ হয়েছিল। রিভিউ নিবে কি না এমন ভাবনা চিন্তায় শেষ পর্যন্ত রিভিউ নেওয়া হয়নি সফরকারীদের। রিপ্লেতে স্পষ্ট দেখা যায় রিভিউ নিলেই উইকেট পেত টিম টাইগার। 

এরকম অনেক ম্যাচেই রিভিউ না নেওয়ার ফলে উইকেট নেওয়া সম্ভব হয়নি বিপক্ষ দলের। এমন সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে ম্যাচ হার দিয়ে। যদিও ১২ তম ওভারে তুলে নেন সারেলের উইকেট। কিন্তু ততক্ষনে কিছুটা দেরী হয়েছে।

এছাড়াও পেস বান্ধব উইকেটে মেহেদী মিরাজকে দিয়ে বল শুরু করার সিদ্ধান্তে অনেকটাই অবাক হয়েছেন ধারাভাষ্যকাররা। সাধারণত পোর্ট এলিজাবেথে শুরুতে পেসাররা অনেক বেশি সুবিধা পায়। 

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।