ঢাকা | শনিবার, ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মিরাজ বলছেন, লিড এখন দূরের চিন্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২ এপ্রিল ২০২২ ১১:২৭

মেহেদী হাসান মিরাজ। ফাইল ছবি মেহেদী হাসান মিরাজ। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট: ডারবানের কিংসমিডে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ দল। ৪ উইকেটে ৯৮ রান নিয়ে শুক্রবার দিনের খেলা শেষ করেছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে অলআউট করলেও ২৬৯ রানে পিছিয়ে আছে সফরকারী দল।

নাইটওয়াচম্যান তাসকিন আহমেদ ও ওপেনার মাহমুদুল হাসান জয় অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসে এখন আর লিড নেয়ার আশা করছে না বাংলাদেশ। কারণ শীর্ষ চার ব্যাটসম্যানই আউট হয়ে গেছেন। এখন প্রোটিয়াদের প্রথম ইনিংসের সংগ্রহের সঙ্গে দূরত্ব কমানোই মূল্য লক্ষ্য। 

শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ এমনটাই বলেছেন। তিনি বলেন, ‘এখনও খেলা অনেক বাকি। দুই দিন দেখেই ফল অনুমান করা সম্ভব না। আমি মনে করি, আমাদের এখনও অনেক সুযোগ আছে। জয় খুব ভালো খেলছে, এরপর লিটনদা (দাস) আছেন, (ইয়াসির আলি চৌধুরী) রাব্বি আছে, আমি আছি। আমরা চেষ্টা করব, ইনিংস যত দূর সম্ভব নিয়ে যাওয়া যায়।’

মিরাজ আরও বলেন, ‘ক্রিকেট খেলায় সবই সম্ভব। আমরা ইনিংস যত দূরে নিতে পারব আমাদের জন্য তত ভালো হবে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা ওদের জন্যও কঠিন হবে। এ জন্য প্রথম ইনিংসে আমরা যত দূর যেতে পারি আমাদের জন্য তত ভালো হবে।’

এমন অবস্থান থেকে প্রথম ইনিংসে লিড নেয়া সম্ভব কিনা জানতে চাইলে মিরাজ বলেছেন, ‘(লিড) আসলে এখনও অনেক দূরের চিন্তা। আমরা চেষ্টা করব প্রথম সেশনটা খেলার জন্য। ব্যাটসম্যানদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ থাকবে কালকের দিনটা। আমাদের চার উইকেট পড়ে গেছে। বাকি যে ব্যাটসম্যানরা আছে, অবশ্যই তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে। এই চ্যালেঞ্জ নিয়েই আমাদের এগোতে হবে।’ কিংসমিডের উইকেটে স্পিনাররা সাহায্য পাচ্ছেন। উইকেটে টার্ন বাড়ছে, বল নিচু হচ্ছে। তাই কাল থেকে ব্যাটসম্যানদের চ্যালেঞ্জটা আরও বাড়বে। এ সম্পর্কে মিরাজ বলেন, ‘উইকেট থেকে স্পিনাররা সহায়তা পাচ্ছে। আমাদের চারটা উইকেট ওদের স্পিনাররাই পেয়েছে। বল টার্ন করছে মাঝে মধ্যে একটু নিচুও থাকছে, এটা সামলানো কঠিন। ব্যাটসম্যানরা যদি সামলাতে পারেৃআমরা নিজেরা যদি মানসিকভাবে দৃঢ় হয়ে সামলাতে পারি তাহলে হয়তো ওদের কাছাকাছি যেতে পারব।’

 

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।