ঢাকা | শনিবার, ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আমি জয় এনে দেই না: ডমিঙ্গো

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৩০ মার্চ ২০২২ ০৬:০৫

ওয়ানডে ও টেস্ট অধিনায়কের সঙ্গে আলাপচারিতায় ডমিঙ্গো। ফাইল ছবি ওয়ানডে ও টেস্ট অধিনায়কের সঙ্গে আলাপচারিতায় ডমিঙ্গো। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট: গত টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের ব্যর্থতা নাড়িয়েছিল দেশের ক্রিকেটাঙ্গন। শীষ্যদের ব্যর্থতায় হেড কোচ রাসেল ডমিঙ্গো বিপাকেই পড়েছিলেন। তার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়। কিন্তু চুক্তির শর্তের কারণে থমকে দাঁড়াতে হয় বিসিবিকে।

জাতীয় দলের ব্যর্থতায় সমালোচনার গঞ্জনা শুনলেও সাফল্যের কৃতিত্ব নিতে চান না এই প্রোটিয়া কোচ। বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টেস্ট জয়ের ইতিহাস গড়েছে মুমিনুল হকের দল। কদিন আগে দক্ষিণ আফ্রিকার মাটিতেও ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। এসব জয়ের কৃতিত্ব অবশ্য ক্রিকেটারদেরই দিয়েছেন প্রোটিয়া এই কোচ।

ডারবানে সাম্প্রতিক সাফল্য নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের ডমিঙ্গো বলেছেন, ‘আমি জয় এনে দেই না, দল জয় এনে দেয়। ওয়ানডে সিরিজে দল ভালো খেলেছে। যেটা বললাম, কঠিন সিরিজ হবে। আমাদের ভালো খেলতে হবে।’

আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য কেপটাউনে প্রায় দুই সপ্তাহ ক্যাম্প করেছিল টেস্ট দল। কেপটাউনের মতোই উইকেট থাকবে ডারবানের প্রথম টেস্টে। এমনটাই ডমিঙ্গোর ধারণা। 

আজ তিনি বলেছেন, ‘আমরা যে ধরনের উইকেটে টেস্টের প্রস্তুতি নিয়েছি, মূল ম্যাচের উইকেটও ওরকম। তাই আশা করছি প্রস্তুতির উইকেটে অনুশীলন কাজে দিবে। বাংলাদেশের চেয়ে এই উইকেটে বেশি বাউন্স থাকবে। তবে এতটা বেশিও নয় যতটা মাতামাতি হচ্ছে। বিগত কয়েক বছর ধরে কিছুটা ধীর হয়ে গেছে। তবে বাউন্স থাকবে।’

ডারবানে স্পিনাররা সুবিধা পেতে পারেন বলে আশাবাদী ডমিঙ্গো। তিনি বলেছেন, ‘হেরাথ শ্রীলঙ্কার হয়ে এখানে ভালো করেছে। কেশব মহারাজ সম্প্রতি ভালো করেছে। স্পিনাররা অবশ্যই লড়াইয়ে থাকবে।'

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।