ঢাকা | শনিবার, ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আন্ডারডগ বাংলাদেশ টেস্টেও শতভাগ দিবে: ডমিঙ্গো

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৩০ মার্চ ২০২২ ০৩:২৮

রাসেল ডোমিঙ্গ। ফাইল ছবি রাসেল ডোমিঙ্গ। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ আন্ডারডগের তকমা নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটা ২-১ এ জিতে গেছে বাংলাদেশ দল। এবার স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। ডারবানে আগামী ৩১ মার্চ শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন, টেস্ট সিরিজেও আন্ডারডগ মুমিনুল হকের দল। ওয়ানডে সিরিজ জিতলেও টাইগারদের চেয়ে প্রোটিয়াদের এগিয়ে রাখছেন তিনি। তবে দুই দলের জন্যই সিরিজটা কঠিন হবে ধারণা করছেন তিনি। 

মঙ্গলবার ডমিঙ্গো সাংবাদিকদের বলেছেন, ‘ওরা তাদের হোম কন্ডিশনে খেলবে। আমরা আন্ডারডগ হিসেবে নিজেদের শতভাগ দিব। ভালো খেললে ফলাফল পক্ষেই আসবে।’ পরিসংখ্যান অবশ্য ডমিঙ্গোর কথাকেই সমর্থন করছে। কারণ দক্ষিণ আফ্রিকা মাটিতে অতীতে ৬ টেস্ট খেলেছে বাংলাদেশ, হেরেছে সবকটিতে।

ওয়ানডেতে হারলেও হোম কন্ডিশনে টেস্টে প্রোটিয়ারা কঠিন চ্যালেঞ্জ জানাবে মনে করছেন বাংলাদেশের হেড কোচ। ডমিঙ্গো বলেছেন, ‘ওয়ানডে জিতলেও টেস্ট ভিন্ন ফরম্যাট। ওয়ানডে সিরিজ থেকে ইতিবাচক দিকগুলো কাজে লাগাতে হবে। তবে এটা এমন এক ফরম্যাট যেখানে আমাদের অনেক উন্নতির প্রয়োজন আছে। খুবই কঠিন একটি সিরিজ হবে বলে আমরা মনে করছি। নিউজিল্যান্ডে আমরা সিরিজ ড্র করেছি। দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে অনেক কঠিন প্রতিপক্ষ।’

সম্প্রতি নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয় উজ্জীবিত করেছে টাইগারদের। যেটিকে প্রেরণা হিসেবে দেখছেন ডমিঙ্গোও। 

আজ টাইগারদের হেড কোচ বলেন, ‘তবে আমাদের ছেলেরা এখন ভালো খেলছে, টেস্টে আমরা উন্নতি করছি। ফলাফল হয়ত এতটা ভালো নয়, তবে আমাদের দল ভারসাম্যপূর্ণ হচ্ছে এবং সেরা খেলোয়াড়রাই টেস্ট খেলছে। আমরা তাই আশাবাদী। তবে সিরিজটি কঠিন হবে, এতে কোনো সন্দেহ নেই। ওয়ানডে ও নিউজিল্যান্ড টেস্ট থেকে আমরা প্রেরণা নিব। দুই দলের জন্যই এই সিরিজ কঠিন হবে।’

আইপিএলের কারণে প্রোটিয়া শিবিরে নেই কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদির মতো পরীক্ষিত ফাস্ট বোলার। তারপরও দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ দুর্দান্ত মনে করেন ডমিঙ্গো। 

প্রোটিয়া এই কোচ বলেছেন, ‘তাদের বোলার ভালো আছে, ব্যাটিংয়ে গভীরতা আছে। অনভিজ্ঞ বোলিং অ্যাটাক থাকায় একটু সুবিধা পাব, তারা চাপে থাকবে। দলে জায়গা ধরে রাখার জন্যও খেলবে। এটা আমাদের জন্য বোনাস। তবে এটা নিয়ে বেশি মাতামাতি চাচ্ছি না। দিনশেষে তারা দক্ষিণ আফ্রিকান। যাদের দুর্দান্ত রেকর্ড আছে। তাই মূল বোলাররা না থাকলেও তাদের মানসম্পন্ন বোলিং আক্রমণ থাকবে। ক্রিকেট রকেট সাইন্স না। আপনাকে সব বিভাগেই ভালো করতে হবে। একটি খারাপ সেশনে ৬-৭ উইকেট হারালে, দেড়শ রান দিয়ে দিলে ম্যাচ ফসকে যাবে।’

 

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।