ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

শ্রীলংকার বিপক্ষে বল হাতে যথারীতি ভরসা সাকিব-তাইজুল 

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ৮ মে ২০২২ ২০:১৫

সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। ছবি সংগৃহীত সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। ছবি সংগৃহীত

মশিউর রহমান শাওন: বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার ১২তম টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে চলতি মাসের ১৫তারিখ। সিরিজকে সামনে রেখে আজ ৮ মে বাংলাদেশে পা রাখবেন দিমুথ করুনারত্নের নেত্বেত্ব লঙ্কান দল। অপরদিকে প্রথম ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একই দিনে রওনা করবেন মুমিনুল বাহিনী।

আভিজাত্যের ফরম্যাটে দুই দলের অতীত পরিসংখ্যানে এগিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তবে সাম্প্রতিক সময়ে সফরকারী ব্যাটারদের অফ ফর্ম কিছুটা প্রশান্তি দিলেও অধিনায়কের ছন্দে থাকা মাঠের লড়াইয়ে আরও বেশি পরীক্ষায় ফেলতে পারে টাইগার বোলারদের। 

শ্রীলঙ্কা ক্রিকেট দলের বিপক্ষে দলীয় সাফল্য কম থাকলেও ব্যক্তিগত সাফল্য রয়েছে বাংলাদেশী খেলোয়াড়দের। মুশফিকের এক ইনিংসে ২০০ করার পাশাপাশি আশরাফুলের ৫ শতক। সব অতীত হলেও বর্তমানে তা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে তরুণ ব্যাটার বোলারদের জন্য। 

ব্যাট হাতে তামিম,মুমিনুলদের মত বল হাতে যথারীতি বড় ভরসার নাম সাকিব-তাইজুল জুটি। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশী বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট সাকিব আল হাসানের। ৭ ম্যাচে ১২ ইনিংসে এই অলরাউন্ডারের ঝুলিতে সংগ্রহ ২৯ উইকেট। উইকেট নেওয়ার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে তাইজুল ইসলাম। ৫ ম্যাচের ৮ ইনিংসে এই বামহাতি বোলারের সংগ্রহ ২২ উইকেট। দ্বিতীয় অবস্থানে থাকা পেসার শাহাদাত হোসেন সর্বশেষ লঙ্কানদের বিপক্ষে খেলেছিলেন ২০১৩ সালে। ১০ ম্যাচে ১৫ ইনিংসে এই দ্রুতগতির বোলারের সংগ্রহ ২৪ উইকেট। চলতি সিরিজে তাকে টপকানোর সুযোগ তাইজুলের সামনে। 

শ্রীলঙ্কার বিপক্ষে এক ইনিংসে সেরা বোলার তাইজুল ইসলাম। ১৯.২ ওভারে ৭২ রান খরচে এই বোলারের সংগ্রহ ৫ উইকেট। এছাড়াও এক ম্যাচে ৮ উইকেট নিয়েও ম্যাচে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তী তাইজুলের দখলে। শ্রীলঙ্কার বিপক্ষে ১ উইকেট বেশি নিয়ে এক সিরিজে সাকিবকে পেছনে ফেলে তালিকার সবার উপরে তাইজুল ইসলাম। তার ১২ উইকেটের বিপরীতে সাকিবের সংগ্রহ ১১ উইকেট।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাংলাদেশে শৃঙ্খলা ভঙ্গ, দেশে ফিরতে হলো লঙ্কান ক্রি...

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ সফরের মাঝপথে দেশে ডেকে পাঠানো হচ্ছে শ্রীলঙ্কান ব্যাটার ক...

বৃষ্টিতে অনিশ্চিত প্রথম টি-টোয়েন্টি

ক্যারিবিয়ান সাগরের দ্বীপ ডমিনিকা। কমনওয়েলথ ভুক্ত দেশ। ডমিনিকার মিডিয়া, ক্রিকেটপ্রেমীর...

শ্রীলংকার বিপক্ষে বল হাতে যথারীতি ভরসা সাকিব-তাইজু...

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার ১২তম টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে চলতি মাসের ১৫তারিখ। সির...