ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

বৃষ্টিতে অনিশ্চিত প্রথম টি-টোয়েন্টি

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২ জুলাই ২০২২ ২১:২০

ম্যাচ ভেন্যুতে চলছে টানা বৃষ্টি৷ ছবি সংগৃহীত ম্যাচ ভেন্যুতে চলছে টানা বৃষ্টি৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: ক্যারিবিয়ান সাগরের দ্বীপ ডমিনিকা। কমনওয়েলথ ভুক্ত দেশ। ডমিনিকার মিডিয়া, ক্রিকেটপ্রেমীরা বেশ উদ্বেলিত ছিলেন গত কদিন। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ৫ বছর পর ডমিনিকায় ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। উৎসব হওয়াই স্বাভাবিক।


রাজধানী রোসোতেই উইন্ডসর পার্ক স্টেডিয়াম। কিন্তু স্বাগতিকদের হতাশায় পোড়ানোর আয়োজনই যেন চলছে প্রকৃতিতে। ডমিনিকায় গত ২ দিন ধরে চলছে বৃষ্টি। আজও টানা বর্ষণের পূর্বাভাস রয়েছে। আর তাতেই শনিবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচটি ভেসে যাওয়ার সম্ভাবনা আছে।


দেশটির আবহাওয়া বিভাগের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী আজ রোসোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তীব্র বাতাসের সঙ্গে বৃষ্টি চলবে, ঝড়ও হতে পারে।


এটা স্পষ্ট যে, সিরিজের প্রথম টি- ২০ ম্যাচে বৃষ্টির রাজত্বই সফল হতে পারে। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।


তবে ডমিনিকাবাসীর আক্ষেপ ঘুচিয়ে দিতে পারে সিরিজের দ্বিতীয় ম্যাচ। আগামীকালই এই ভেন্যুতেই সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ দল।


২০১৭ সালে হ্যারিক্যানের ধ্বংস যজ্ঞে ভেঙে যায় ডমিনিকার মাঠটি। পরে সংস্কার করা হয়েছে মাঠের, সংস্কারের পর এবারই প্রথম ম্যাচ পেয়েছে তারা।


তবে উইন্ডসর পার্কে আন্তর্জাতিক ক্রিকেট নিয়মিত নয়। সর্বশেষ টেস্ট ২০১৭ সালে খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান। টি-২০ ম্যাচ হয়েছিল আট বছর আগে (২০১৪ সালে)। আবর ওয়ানডে ম্যাচ হয়েছিল শেষবার ২০১০ সালে।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাংলাদেশে শৃঙ্খলা ভঙ্গ, দেশে ফিরতে হলো লঙ্কান ক্রি...

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ সফরের মাঝপথে দেশে ডেকে পাঠানো হচ্ছে শ্রীলঙ্কান ব্যাটার ক...

বৃষ্টিতে অনিশ্চিত প্রথম টি-টোয়েন্টি

ক্যারিবিয়ান সাগরের দ্বীপ ডমিনিকা। কমনওয়েলথ ভুক্ত দেশ। ডমিনিকার মিডিয়া, ক্রিকেটপ্রেমীর...

শ্রীলংকার বিপক্ষে বল হাতে যথারীতি ভরসা সাকিব-তাইজু...

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার ১২তম টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে চলতি মাসের ১৫তারিখ। সির...