ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা আনফিট, সালাউদ্দিনের ক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২ ০৮:২৬

মোহাম্মদ সালাউদ্দিন। ফাইল ছবি মোহাম্মদ সালাউদ্দিন। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের অন্যতম শক্তিশালী দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হেড কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন এবারই প্রথমবার কাজ করছেন। দেশের অন্যতম সেরা কোচ সালাউদ্দিন সর্বশেষ বিপিএলেও চ্যাম্পিয়ন হয়েছেন। তবে এবার প্রিমিয়ার লিগে তার ট্রফি জেতার সম্ভাবনা কমে এসেছে। ভালো শুরুর পর এনামুল হক বিজয়ের রান জোয়ারে এগিয়ে যাচ্ছিল প্রাইম ব্যাংক। কিন্তু রাউন্ড রবিন লিগের ১০ ম্যাচ শেষে শিরোপার দৌড়ে অনেক পিছিয়ে ক্লাবটি। ১০ ম্যাচে জিতেছে ৬টি।

জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরের কারণে প্রাইম ব্যাংক পূর্ণ শক্তির দল পায়নি। শীর্ষ ৮ ক্রিকেটারকে হারায় ক্লাবটি। তারপরও লিগে এমন পারফরম্যান্সের জন্য ক্রিকেটারদের বাজে ফিটনেসকেই দায়ী করেছেন সালাউদ্দিন। রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন তিনি। রোববার মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের পর অকপটেই এই কোচ বললেন, প্রাইম ব্যাংকের বেশিরভাগ ক্রিকেটারই আনফিট। 

সালাউদ্দিন বলেন, ‘কোচ হিসেবে ওই জায়গাটা ফেরানো আমার জন্য খুব কঠিন। কারণ আমার কাছে মনে হয়, দলের বেশিরভাগ ক্রিকেটার আনফিট। এনার্জিটা ৩-৪ ম্যাচের জন্যই ছিল, এরপর শেষ হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘প্লেয়ারদের নিজে থেকে সিজনের আগেই এটা করতে হবে, সিজনের মধ্যে আসলে ফিটনেসে উন্নতি করাটা খুব কঠিন। কারণ পুরো টুর্নামেন্টে সবচেয়ে বাজে ফিল্ডিং সাইড ছিলাম আমরা। ওই ঘাটতি পূরণ কঠিন হবে। আশা করবো, পরবর্তী বছর তারা এই কাজটা একটু আগেই করে আসবেন। এটা দলের জন্য ভালো হবে।’

ম্যাচের শেষ দিকে ভুল করা, পিছিয়ে পড়া, মনযোগ হারিয়ে বসার কারণ হিসেবে ফিটনেসের অভাবকেই দায়ী করেছেন সালাউদ্দিন।

তিনি বলেন, ‘ম্যাচের শেষেদিকে আপনি যত ভুল করবেন, ততই আপনি আনফিট মানে ম্যাচ আনফিট। স্বাভাবিকভাবেই আমাদের দেশে এটা বেশি হয়। মেন্টাল ফিটনেস বলেন আর শারীরিক ফিটনেস বলেন, খেলার সঙ্গে এটা খুব সম্পর্কিত। আমি মনে করি নরমালি যারা শেষের দিকে ভুল করে, তারা এ কারণেই ভুলটা করে বেশি।’

প্রাইম ব্যাংক এবারের লিগে পায়নি তামিম, মুস্তাফিজ, শরিফুলকে। বিজয়, মিঠুন, রুবেল হোসেন, শাহাদাত দিপু, নাসির হোসেন, শামসুর রহমান, শেখ মেহেদি হাসান, অলক কাপালি, রেজাউর রহমান রাজা, রাকিবুল হাসানরা খেলেছেন দলের হয়ে। শেষ ম্যাচের আগে মুমিনুল হকও এসে দলে যোগ দেন।

মিরপুর স্টেডিয়ামে আগামীকাল আবাহনীর বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার লিগ পর্ব শুরু করবে প্রাইম ব্যাংক। এই লড়াইয়ে আবাহনীকেই এগিয়ে রাখছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘আবাহনীর সাথে কঠিন ম্যাচই হয়। খেলাটা মিরপুরে। আবাহনী এই স্টেডিয়ামে একটু বেশি খেলে, আমরা একটু কম। এটা তাদের হোম গ্রাউন্ড। তাই তারা একটু সুবিধা বেশিই পাবে।'

তিনি আরও বলেন, ‘৩০০ রান করে আমার দল। কিন্তু আমার মনে হয় আমরা পেস বোলিং নিয়ে সংগ্রাম করছি। মুস্তাফিজ-শরিফুল খেলতে পারছে না, আমার জন্য একটু কঠিন হয়ে গেছে এই জায়গাটার ঘাটতি পূরণ করা। আমাদের ভালো করতে হবে। আমার মনে হয় যে আমাদেরও সম্ভাবনা থাকবে।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...