ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

গাজী টিভি ও টি-স্পোর্টস সম্প্রচার করবে সুপার লিগের ম্যাচ

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২ ০৭:৩৭

ডিপিএল। ফাইল ছবি ডিপিএল। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্ব আগামী ১৮ এপ্রিল শুরু হবে। রাউন্ড রবীন লিগে না পারলেও সুপার লিগের ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বিসিবি।

দুটি বেসরকারী টিভি চ্যানেলে মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার লিগের ম্যাচ সম্প্রচার করা হবে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 

আজ দুপুরে ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে মিটিং শেষে সুপার লিগের ম্যাচ সম্প্রচার নিয়ে সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘ব্রডকাস্ট নিয়ে আমাদের এখন যে চিন্তাভাবনা সেটা হচ্ছে, সুপার লিগের খেলাগুলো আমরা ব্রডকাস্ট করার একটা প্রিন্সিপাল ডিসিশন নিয়েছি। প্রতিদিন যেহেতু তিনটি করে খেলা থাকবে, তিনটি খেলাই প্রোডাকশন হবে। মিরপুরে খেলাগুলো টিভিতে টেলিকাস্ট হবে আর বিকেএসপির খেলাগুলো ডিজিটাল চ্যানেল বা ইউটিউব চ্যানেলে লাইভ হবে।’

গাজী টিভি আর টি-স্পোর্টস যৌথভাবে মিরপুরের ম্যাচগুলো সম্প্রচার করবে জানিয়ে সিসিডিএম চেয়ারম্যান বলেন, ‘প্রোডাকশন হচ্ছে একটি জয়েন্ট প্রোডাকশন। গাজী গ্রুপ, টি স্পোর্টস- এই দুইটি চ্যানেল খেলাগুলো দেখাবে।’

উল্লেখ্য, সুপার লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়াম ও বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...