ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিফলে মিঠুনের সেঞ্চুরি, আবাহনী-রূপগঞ্জের জয়

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২ ০৭:৩২

আবাহনীর কাছে ২৮ রানে হেরেছে প্রাইম ব্যাংক। ছবি: ওয়ালটন আবাহনীর কাছে ২৮ রানে হেরেছে প্রাইম ব্যাংক। ছবি: ওয়ালটন

স্পেশাল করেসপন্ডেন্টঃ বাংলা নবর্বষের প্রথম দিনেই ব্যাট হাতে সেঞ্চুরি পেলেন মোহাম্মদ মিঠুন। কিন্তু বছরের প্রথম দিনটা শেষ পর্যন্ত বিষাদে রুপ নিয়েছে মিঠুন ও তার দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জন্য। মিরপুর স্টেডিয়ামে বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে মিঠুনের সেঞ্চুরির পরও আবাহনীর কাছে ২৮ রানে হেরেছে প্রাইম ব্যাংক। রাউন্ড রবীন লিগে ১০ ম্যাচে আবাহনীর জয় এখন ৭টি, প্রাইম ব্যাংকের ৬টি।

দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই মাঠে নেমে আবাহনীর হয়ে লিটন দাস ৩০, মাহমুদুল হাসান জয় ২১ রান করলেও প্রাইম ব্যাংকের জার্সিতে মুমিনুল করেছেন ১৫ রান।

আজ আগে ব্যাট করা আবাহনী ৭ উইকেটে ২৭১ রান তুলেছিল। জাকের আলী ৩০, আফিফ ৩০, হানুমা বিহারী ৫৮, মোসাদ্দেক ৪০, শামীম ৩৬, সাইফউদ্দিন অপরাজিত ১৪ রান করেন। প্রাইম ব্যাংকের মেহেদী হাসান ৩টি, রাকিবুল ২টি, নাহিদুল ১টি উইকেট পান। জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়া প্রাইম ব্যাংককে একাই টেনেছেন মিঠুন। কিন্তু শেষ রক্ষা হয়নি ৪৮.১ ওভারে ২৪৩ রানে অলআউট হয় দলটি। লিস্ট-এ ক্রিকেটে এটি মিঠুনের তৃতীয় সেঞ্চুরি ছিল। ৯৫ বলে ১০৩ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে রানআউট হন তিনি। এছাড়া শাহাদাত দিপু ৩৯, মেহেদী হাসান ১৯, নাহিদুল ২৪, রাজা ১৬, রাকিবুল ১৪ রান করেন। দল হারলেও মিঠুন ম্যাচ সেরা হন।

বিকেএসপির ৩ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৪ রানে পরাজিত করেছে রূপগঞ্জ টাইগার্স। গাজী ক্রিকেটার্স ৭ উইকেটে ২০৫ রান করেছিল। মেহেদী মারুফ ৫৬, আকবর আলী ৪৮, গুরিন্দার সিংহ ৪৯, মিম মোসাদ্দেক ৩১ রান করেন। রূপগঞ্জের নাসুম, মুকিদুল, এনামুল জুনিয়র ২টি করে উইকেট নেন। জবাবে ৪৭.৪ ওভারে ৬ উইকেটে ২০৮ রান তুলে জয় পায় রূপগঞ্জ। আসিফ আহমেদ রাতুল ৪৯, ফজলে রাব্বি ৭৪, শরীফউল্লাহ ১৬, সাদ নাসিম অপরাজিত ২১, ফরহাদ রেজা অপরাজিত ১৯ রান করেন। ১০ ওভারে ৩ মেডেনসহ ২২ রানে ২ উইকেট নেয়া নাসুম ম্যাচ সেরা হন।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...